He is proud of his aristocracy . Here 'aristocracy' means ____.
ক) bad blood
খ) blue blood
গ) good blood
ঘ) cold blood
বিস্তারিত ব্যাখ্যা:
Blue blood' একটি প্রচলিত idiom যা অভিজাত বংশ বা রাজকীয় রক্ত বোঝাতে ব্যবহৃত হয়। তাই এটিই সঠিক উত্তর। 'Bad blood' মানে শত্রুতা এবং 'in cold blood' মানে নির্মমভাবে।
Related Questions
ক) taken into account
খ) brought to light
গ) called in question
ঘ) taken into question
Note : To call in question' একটি idiom যার অর্থ কোনো কিছুর সত্যতা বা যথার্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করা। বাক্যটির অর্থ হলো তার সততা নিয়ে প্রশ্ন তোলা যায় না।
ক) Has
খ) Have
গ) Is
ঘ) Having
Note : যদিও সময় বা দূরত্ব একক হিসেবে singular verb নেয় এখানে 'Twenty years' বলতে কুড়িটি বছর আলাদাভাবে অতিবাহিত হওয়া বোঝাচ্ছে একটি একক সময়কাল নয়। তাই subject plural এবং verb 'have' হবে।
ক) Get
খ) Are
গ) Have
ঘ) Has
Note : 'Many a' দিয়ে বাক্য শুরু হলে তার পরে singular noun এবং singular verb বসে। এই নিয়ম অনুসারে 'Many a man'-এর পরে singular verb 'has' বসবে।
ক) Are
খ) Were
গ) Am
ঘ) Is
Note : 'Either...or' বা 'Neither...nor' দ্বারা দুটি subject যুক্ত হলে verb তার নিকটবর্তী subject অনুযায়ী বসে। এখানে verb-এর সবচেয়ে কাছের subject হলো 'I' তাই verb টি 'am' হবে।
ক) Were
খ) Was
গ) Are
ঘ) Have
Note : Indefinite pronoun যেমন 'Everything' 'Something' 'Anything' ইত্যাদি সবসময় singular হিসেবে গণ্য হয়। তাই এর সাথে যুক্ত phrase যাই হোক না কেন verb singular অর্থাৎ 'was' হবে।
ক) Is
খ) Was
গ) Are
ঘ) Were
Note : যখন কোনো adjective-এর আগে 'The' বসে তখন তা ওই গুণসম্পন্ন সকল ব্যক্তিকে (plural common noun) বোঝায়। এখানে 'The cautious' মানে 'সতর্ক ব্যক্তিরা' যা plural। তাই verb 'Are' হবে।
জব সলুশন