We ----- ( not have) a holiday since the beginning of the year.

ক) Did not have
খ) Have not had
গ) Had not had
ঘ) Are not having
বিস্তারিত ব্যাখ্যা:
'Since' বা 'for' দিয়ে কোনো সময় উল্লেখ থাকলে যা অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত বিস্তৃত তা বোঝাতে Present Perfect Tense ব্যবহৃত হয়। এর negative form হলো 'have not + past participle'। 'have' এর past participle হলো 'had'।

Related Questions

ক) Never went
খ) Didn’t go
গ) Never gone
ঘ) Haven’t been
Note : কোনো স্থানে যাওয়ার অভিজ্ঞতা আছে কি না বা অতীতে কখনো গিয়েছি কি না এমন বোঝাতে Present Perfect Tense (have/has + past participle) ব্যবহৃত হয়। 'go' verb এর পরিবর্তে 'be' verb এর past participle 'been' ব্যবহার করা হয়।
ক) Have
খ) Will
গ) Had taken
ঘ) Had
Note : এটি Present Perfect Tense এর উদাহরণ (have + past participle)। এখানে 'have' verb টি 'খাওয়া' অর্থে ব্যবহৃত হয়েছে। 'have' এর past participle হলো 'had'। সুতরাং 'I have had my supper' মানে আমি রাতের খাবার খেয়েছি।
ক) Is sleeping
খ) Has slept
গ) Asleep
ঘ) Is being slept
Note : 'While' যুক্ত বাক্যের একটি অংশ চলমান থাকলে অন্য অংশটিও চলমান অবস্থা বোঝায়। এখানে বাবার ঘুমানোর কাজটি চলমান তাই Present Continuous Tense 'is sleeping' ব্যবহৃত হবে।
ক) Is crying
খ) Cries
গ) Is
ঘ) Are
Note : 'Now' শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে কাজটি এই মুহূর্তে ঘটছে। বর্তমানে চলমান কোনো কাজ বোঝাতে Present Continuous Tense (am/is/are + verb-ing) ব্যবহৃত হয়। তাই 'Is crying' সঠিক।
ক) Will freeze
খ) Freezes
গ) Would freeze
ঘ) Froze
Note : এটি একটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক ঘটনা। এ ধরনের বাক্যকে Zero Conditional বলা হয় এবং এর উভয় অংশই Present Indefinite Tense এ হয়। তাই 'freezes' সঠিক উত্তর।
ক) Eat
খ) Took
গ) Ate
ঘ) Had
Note : 'Usually' শব্দটি দ্বারা অভ্যাসগত কাজ বোঝানো হয়েছে। তাই বাক্যটি Present Indefinite Tense এ হবে। Subject 'I' first person হওয়ায় verb এর base form 'eat' বসবে।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন