মাৎস্যন্যায় নির্দেশ করে-
ক) আলেকজান্ডারের আগমন
খ) বখতিয়ারের আগমন
গ) রামপালের আগমন
ঘ) গোপালের আগমন
বিস্তারিত ব্যাখ্যা:
৭৫০ খ্রিস্টাব্দে বাংলার বিবদমান নেতা ও প্রতিনিধিরা এই অরাজক অবস্থার অবসান ঘটাতে গোপাল নামক এক ব্যক্তিকে রাজা হিসেবে নির্বাচিত করেন। তাঁর সিংহাসনে আরোহণের মাধ্যমেই মাৎস্যন্যায় যুগের অবসান ঘটে ও পাল বংশের সূচনা হয়।
Related Questions
ক) বগুড়া
খ) কুমিল্লা
গ) বর্ধমান
ঘ) বরিশাল
Note : রাঢ় জনপদটি মূলত ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত ছিল। বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের পশ্চিমাংশ এই জনপদের অন্তর্ভুক্ত ছিল।
ক) রাঢ়
খ) চট্টলা
গ) শ্রীহট্ট
ঘ) কোনোটিই নয়
Note : রাঢ় (পশ্চিমবঙ্গ) বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রাচীন জনপদ ছিল। চট্টলা (চট্টগ্রাম) ও শ্রীহট্ট (সিলেট) ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত অঞ্চল বা শহর, কিন্তু নিজেরা স্বতন্ত্র জনপদ হিসেবে পরিচিত ছিল না।
ক) সমতট
খ) হরিকেল
গ) বরেন্দ্র
ঘ) পুণ্ড্র
Note : গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী উর্বর ভূমি, যা বর্তমান রাজশাহী বিভাগের অংশ, প্রাচীনকালে বরেন্দ্র বা বরেন্দ্রী ভূমি নামে পরিচিত ছিল। এটি পুণ্ড্রবর্ধনের একটি অংশও ছিল।
ক) হরিকেল
খ) সমতট
গ) বরেন্দ্র
ঘ) চন্দ্রদ্বীপ
Note : বর্তমান পার্বত্য চট্টগ্রাম এবং এর সংলগ্ন চট্টগ্রাম ও সিলেট অঞ্চল প্রাচীন হরিকেল জনপদের কেন্দ্রভূমি ছিল। এটি একটি পূর্বাঞ্চলীয় শক্তিশালী জনপদ ছিল।
ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) খুলনা
ঘ) চট্টগ্রাম
Note : ঐতিহাসিক তথ্যমতে, হরিকেল জনপদের বিস্তৃতি ছিল মূলত পূর্ব বাংলায়, বিশেষ করে বর্তমান চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে।
ক) হরিকেল
খ) সমতট
গ) বরেন্দ্র
ঘ) রাঢ়
Note : হরিকেল জনপদটি বর্তমান সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে গঠিত ছিল, যা প্রাচীন বাংলার সর্বাপেক্ষা পূর্বাঞ্চলীয় জনপদ।
জব সলুশন