১৯৪৭ সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত?

ক) র‍্যাডক্লিফ কমিশন
খ) মাউন্টব্যাটেন কমিশন
গ) ডুরান্ড কমিশন
ঘ) স্যার ম্যাকমোহন কমিশন
বিস্তারিত ব্যাখ্যা:
ভারত বিভক্তির পর বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার জন্য স্যার সিরিল র‍্যাডক্লিফের নেতৃত্বে একটি সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হয়। তার নামানুসারেই এটি 'র‍্যাডক্লিফ কমিশন' এবং নির্ধারিত সীমারেখা 'র‍্যাডক্লিফ লাইন' নামে পরিচিত।

Related Questions

ক) ১৯৬৭ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৪৭ সালে
Note : দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর, ব্রিটিশ পার্লামেন্টে 'ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭' পাস হয়। এর মাধ্যমে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
ক) ১৭৫৭ সালে
খ) ১৭৭৪ সালে
গ) ১৭৬৭ সালে
ঘ) ১৭৭৬ সালে
Note : ভারত থেকে প্রচুর সম্পদ নিয়ে ব্রিটেনে ফিরে যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ ওঠে এবং তিনি ব্রিটিশ পার্লামেন্টে সমালোচিত হন। এই মানসিক চাপ ও অসুস্থতার কারণে তিনি ১৭৭৪ সালে আত্মহত্যা করেন।
ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড ক্লাইভ
গ) নবাব মীর কাশেম
ঘ) ওয়ারেন হেস্টিংস
Note : ১৭৬৫ সালে বক্সার যুদ্ধের পর লর্ড ক্লাইভ এই ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি একদিকে কোম্পানির জন্য রাজস্ব নিশ্চিত করেন, অন্যদিকে প্রশাসনিক দায়ভার নবাবের ওপর রেখে দেন।
ক) রিপন কমিশন
খ) হান্টার কমিশন
গ) নাথান কমিশন
ঘ) লর্ড কমিশন
Note : লর্ড রিপন ১৮৮২ সালে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন, যা 'হান্টার কমিশন' নামে পরিচিত। এই কমিশনের মূল কাজ ছিল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অবস্থা পর্যালোচনা করে উন্নতির জন্য সুপারিশ করা।
ক) মুর্শিদাবাদ চুক্তিতে
খ) এলাহাবাদ চুক্তিতে
গ) মুঙ্গের চুক্তিতে
ঘ) কলকাতা চুক্তিতে
Note : বক্সার যুদ্ধের পর ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে 'এলাহাবাদের চুক্তি' স্বাক্ষরিত হয়। এই চুক্তির বলেই কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার পায়।
ক) 1905
খ) 1857
গ) 1757
ঘ) 1947
Note : ব্রিটিশ শাসনামলে বাংলাকে প্রথম বিভক্ত করা হয় ১৯০৫ সালে, যা 'বঙ্গভঙ্গ' নামে পরিচিত। এই বিভাজন বাংলা এবং সর্বভারতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন