'মিতালি' কোন প্রকৃতির শব্দ?

ক) যৌগিক
খ) রূঢ়ি
গ) যোগরূঢ়
ঘ) অব্যয়
বিস্তারিত ব্যাখ্যা:
'মিতালি' (মিতা + আলি) শব্দের অর্থ 'বন্ধুসুলভ সম্পর্ক বা বন্ধুত্ব'। এর গঠনগত ও প্রচলিত অর্থ একই হওয়ায় এটি একটি যৌগিক শব্দ।

Related Questions

ক) তিন
খ) দুই
গ) পাঁচ
ঘ) চার
Note : গঠন বা গঠনমূলক দিক থেকে বাংলা শব্দ দুই প্রকার: ১. মৌলিক শব্দ (যা ভাঙ্গা যায় না, যেমন: হাত, পা, মুখ) এবং ২. সাধিত শব্দ (যা ভাঙ্গা যায়, যেমন: পরিচালক = পরি + চালক)।
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
Note :

বাংলা ব্যাকরণে সন্ধিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: ১. স্বরসন্ধি (স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন), ২. ব্যঞ্জনসন্ধি (স্বর ও ব্যঞ্জনের বা ব্যঞ্জন ও ব্যঞ্জনের মিলন), এবং ৩. বিসর্গসন্ধি (বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির মিলন)।

ক) উপরি + উক্ত
খ) উপর + উক্ত
গ) উপ + যুক্ত
ঘ) উপর + যুক্ত
Note :

স্বরসন্ধির একটি বিশেষ নিয়ম। ই-কারের (উপরি) পর উ-কার (উক্ত) থাকলে, ই-কার 'য'-ফলায় পরিণত হয় এবং রেফ (র্) রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের উপরে বসে। তাই, উপরি + উক্ত = উপর্যুক্ত।

ক) ধর্ম + অধর্ম
খ) ধর্মা + ধর্ম
গ) ধর্ম + আ + ধর্ম
ঘ) ধর্ম + অদধর্ম
Note :

একটি স্বরসন্ধি। অ-কারের পর অ-কার থাকলে উভয়ে মিলে আ-কার (া) হয়। সুতরাং, ধর্ম + অধর্ম = ধর্মাধর্ম।

ক) কুত + ঝটিকা
খ) কুদ + ঝটিকা
গ) কুৎ + ঝটিকা
ঘ) কুজ + ঝটিকা
Note :

ব্যঞ্জনসন্ধির একটি নিয়ম। 'ৎ'-এর পর 'ঝ' থাকলে, 'ৎ'-এর স্থলে 'জ' এবং 'ঝ' অপরিবর্তিত থাকে। সুতরাং, কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা। অপশন 'কুৎ + ঝটিকা' সঠিক।

ক) ধনুষ + টঙ্কার
খ) ধনুঃ + টঙ্কার
গ) ধনু + টঙ্কার
ঘ) ধনুট + স্কার
Note :

বিসর্গসন্ধির একটি নিয়ম। ই-কার বা উ-কারের পরস্থিত বিসর্গের পর 'ট' থাকলে বিসর্গ 'ষ'-তে পরিণত হয়। সুতরাং, ধনুঃ + টঙ্কার = ধনুষ্টংকার।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন