'মিতালি' কোন প্রকৃতির শব্দ?
Related Questions
বাংলা ব্যাকরণে সন্ধিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: ১. স্বরসন্ধি (স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন), ২. ব্যঞ্জনসন্ধি (স্বর ও ব্যঞ্জনের বা ব্যঞ্জন ও ব্যঞ্জনের মিলন), এবং ৩. বিসর্গসন্ধি (বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির মিলন)।
স্বরসন্ধির একটি বিশেষ নিয়ম। ই-কারের (উপরি) পর উ-কার (উক্ত) থাকলে, ই-কার 'য'-ফলায় পরিণত হয় এবং রেফ (র্) রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের উপরে বসে। তাই, উপরি + উক্ত = উপর্যুক্ত।
একটি স্বরসন্ধি। অ-কারের পর অ-কার থাকলে উভয়ে মিলে আ-কার (া) হয়। সুতরাং, ধর্ম + অধর্ম = ধর্মাধর্ম।
ব্যঞ্জনসন্ধির একটি নিয়ম। 'ৎ'-এর পর 'ঝ' থাকলে, 'ৎ'-এর স্থলে 'জ' এবং 'ঝ' অপরিবর্তিত থাকে। সুতরাং, কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা। অপশন 'কুৎ + ঝটিকা' সঠিক।
বিসর্গসন্ধির একটি নিয়ম। ই-কার বা উ-কারের পরস্থিত বিসর্গের পর 'ট' থাকলে বিসর্গ 'ষ'-তে পরিণত হয়। সুতরাং, ধনুঃ + টঙ্কার = ধনুষ্টংকার।
জব সলুশন