'বার' সংখ্যাটির তারিখবাচক কোনটি?
ব্যাখাঃ "বার" সংখ্যাটির তারিখবাচক হলো - বারই।
দ্বাদশ হলো পূরণবাচক সংখ্য।
Related Questions
পূরণবাচক/ক্রমবাচক সংখ্যা হল ভাষাতত্ত্বে সেই সমস্ত শব্দ যারা কোনো সমষ্টির বিভিন্ন উপাদানের ক্রমিক অবস্থান বর্ণনা করে। এই অবস্থান নির্ণয়ের মাপকাঠি হতে পারে আয়তন, গুরুত্ব, বয়স প্রভৃতি যে কোনো বিষয়। বাংলায় কতকগুলি নির্দিষ্ট বিশেষণ পদ এই কাজটি করে থাকে, যথা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি।
একের বেশি সংখ্যাক বোঝাতে যেসব লগ্নক ( রা, এরা, গুলো, গুলি, দের, রাজি, মালা, সমূহ, গুচ্ছ) বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে বচন বলে। অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যাবহিত লগ্নক/শব্ধঃ গুচ্ছ -> কবিতাগুচ্ছ, কেশগুচ্ছ।
জব সলুশন