নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
'সে আরোগ্য লাভ করেছে' - বাক্যটি শুন্ধ।
অন্নভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার,
সাবধানপূর্বক চলবে,
আমি সন্তোষ হলাম।
উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
Related Questions
শুদ্ধ হবে - দারিদ্র্য, দরিদ্রতা, দরিদ্র।
সঠিক বাক্য: বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।
বাক্যটি সঠিক কারণ, বাক্যটিতে সাধু রীতি ও চলিত রীতি বা তৎসম ও বাংলা শব্দের মিশ্রণ নেই অর্থাৎ গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার, বাক্যে সঠিক বিশেষ্য পদ "দরিদ্রতা" ব্যবহার করা হয়েছে।
সঠিক বানান - ন্যূনতম। এর অর্থ - অত্যল্প, অল্পিষ্ঠ, ক্ষুদ্রতম, সামান্যতম।
শুদ্ধ বাক্য -
গরু ছাগলের বিরাট হাট।
কারণ,বাক্য গঠনের রীতি অনুযায়ী প্রথমে কর্তা বা উদ্দেশ্য ( গরু ছাগলের) থাকে এবং শেষে বিধেয় (বিরাট হাট) থাকে।আবার এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ নেই,তাই গুরুচণ্ডালী দোষ মুক্ত।
জব সলুশন