ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-

ক) বিলুপ্ত বর্ণের জন্য
খ) সামসবদ্ধ পদের জন্য
গ) প্রত্যক্ষ উক্তির জন্য
ঘ) উদ্ধরণ চিহ্নের পূর্বে
বিস্তারিত ব্যাখ্যা:
কোনো শব্দ থেকে কোনো বর্ণ বিলুপ্ত বা লোপ করা হলে, সেই বিলুপ্ত বর্ণের স্থানে ইলেক বা লোপ চিহ্ন (') ব্যবহৃত হয়। এটি সাধারণত কবিতায় বা শব্দের সংক্ষিপ্ত রূপে দেখা যায়।

Related Questions

ক) দুই সেকেন্ড
খ) এক সেকেন্ড
গ) তিন সেকেন্ড
ঘ) চার সেকেন্ড
Note : বিস্ময়সূচক চিহ্ন (!) একটি প্রান্তিক বিরামচিহ্ন, যা বাক্যের শেষে বসে। দাঁড়ি ও প্রশ্নবোধক চিহ্নের মতো এটিও পূর্ণ বিরতি নির্দেশ করে এবং এর বিরতিকাল এক সেকেন্ড।
ক) বর্ণনামূলক অর্থে
খ) প্রশ্নবোধক অর্থে
গ) বিরতি অর্থে
ঘ) ব্যাখ্যামূলক অর্থে
Note : প্রথম বন্ধনী () চিহ্নটি সাধারণত কোনো শব্দের অর্থ স্পষ্ট করার জন্য বা কোনো অংশকে ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। যেমন: 'তিনি ত্রিপিটক (বৌদ্ধ ধর্মগ্রন্থ) পাঠ করছেন।'
ক) সেমিকোলন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) কোলন
ক) সংকোচ চিহ্ন
খ) সংক্ষেপণ চিহ্ন
গ) বিয়োজক চিহ্ন
ঘ) সংযোগ চিহ্ন
Note : ইংরেজি 'হাইফেন' (-) চিহ্নটির বাংলা নাম হলো 'সংযোগ চিহ্ন'। কারণ এর প্রধান কাজ হলো দুটি পদ বা শব্দের মধ্যে সংযোগ স্থাপন করা। যেমন: 'দিন-রাত'।
ক) ;
খ) ঃ
গ) :
ঘ) =
Note : কোলন চিহ্ন হলো দুটি বিন্দু যা একটির উপর অন্যটি বসে (:)। অপশন 'খ' তে বিসর্গ (ঃ) দেখানো হয়েছে যা একটি বর্ণ, চিহ্ন নয়। অপশন 'ক' সেমিকোলন (;)।
ক) এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
খ) এক (১) বলতে যে সময় লাগে
গ) এক (১) বলার দ্বিগুণ সময়
ঘ) দুই (২) সেকেন্ড
Note : দাঁড়ি (।) বা পূর্ণচ্ছেদ চিহ্নে সবচেয়ে বেশি সময় থামতে হয়, যা একটি বাক্যের সম্পূর্ণ সমাপ্তি নির্দেশ করে। এর বিরতিকালকে 'এক সেকেন্ড' ধরা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন