যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পর পদের কোনো পরিবর্তন হয় না, তাকে কোন বহুব্রীহি বলে?
ক) ব্যতিহার
খ) অলুক বহুব্রীহি
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
বিস্তারিত ব্যাখ্যা:
অলুক বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, অর্থাৎ পদের কোনো পরিবর্তন হয় না। যেমন: 'গায়ে-পড়া'।
Related Questions
ক) ব্যতিহার বহুব্রীহি
খ) সহার্থক বহুব্রীহি
গ) উপমান বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
Note : ব্যতিহার বহুব্রীহিতে একই ক্রিয়ার পারস্পরিক পুনরাবৃত্তি বোঝায়। যেমন: 'হাতাহাতি' (হাতে হাতে যে যুদ্ধ)।
ক) সমানাধিকরণ
খ) ব্যধিকরণ
গ) ব্যতিহার
ঘ) প্রত্যয়ান্ত
Note : ব্যাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ এবং পরপদ সাধারণত বিশেষ্য হয়, অর্থাৎ কোনোটিই বিশেষণ নয়।
ক) অলুক বহুব্রীহি
খ) সংখ্যাবাচক বহুব্রীহি
গ) মধ্যপদলোপী বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
Note : ব্যাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হয় এবং পদ দুটি ভিন্ন বিভক্তিযুক্ত থাকে। যেমন: 'বীণাপাণি' (বীণা পানিতে যার)।
ক) সমানাধিকরণ
খ) প্রত্যয়ান্ত
গ) ব্যধিকরণ
ঘ) ব্যতিহার
Note : সমানাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়। যেমন: 'নীলকণ্ঠ' (নীল কণ্ঠ যার)।
ক) দশ প্রকার
খ) তিন প্রকার
গ) ছয় প্রকার
ঘ) আট প্রকার
Note : নবম-দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী বহুব্রীহি সমাস প্রধানত ছয় প্রকার। তবে উচ্চতর ব্যাকরণে আট বা দশ প্রকারও দেখানো হয়।
ক) রক্ত দ্বারা রঞ্জিত
খ) বহুলোকের রক্তপাত
গ) পরস্পরের রক্তপাত
ঘ) রক্তের প্রবাহ
Note : 'রক্তারক্তি' (রক্তে রক্তে যে যুদ্ধ) একটি ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানে পরস্পর একই রকম ক্রিয়ার পুনরাবৃত্তি বোঝানো হচ্ছে।
জব সলুশন