'কথায় পটু' কোন ধরনের সমাস?

ক) ব্যতিহার বহুব্রীহি
খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
গ) অলুক বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
বিস্তারিত ব্যাখ্যা:
'কথায় পটু' (কথায় পটু যে) অলুক বহুব্রীহি সমাস। কারণ পূর্বপদের বিভক্তি 'য়' লোপ পায়নি।

Related Questions

ক) কানে-খাটো
খ) নরপশু
গ) ঘরমুখো
ঘ) তেপায়া
Note : 'ঘরমুখো' (ঘরের দিকে মুখ যার) একটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, কারণ এর শেষে 'ও' প্রত্যয় যুক্ত হয়েছে।
ক) তেপান্তর
খ) লেখালেখি
গ) জীবমৃত
ঘ) দোটানা
Note : 'দোটানা' (দুই দিকে টান যার) একটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, কারণ এর শেষে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে।
ক) চতুর্ভুজ
খ) চৌরাস্তা
গ) ত্রিফলা
ঘ) অষ্টধাতু
Note : 'চতুর্ভুজ' (চার ভুজ যার) একটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। অন্যগুলো দ্বিগু সমাস।
ক) দশভুজা
খ) চৌচালা
গ) সেতার
ঘ) চৌরাস্তা
Note : 'চৌরাস্তা' (চার রাস্তার সমাহার) একটি দ্বিগু সমাস। অন্যগুলো (দশ ভুজ যার, চৌ চাল যে ঘরের, তিন তার যাতে) সংখ্যাবাচক বহুব্রীহি।
ক) চন্দ্রবদন
খ) গায়ে-হলুদ
গ) নির্বোধ
ঘ) গোঁফখেজুরে
Note : 'গোঁফখেজুরে' (গোঁফ খেজুরে কাটা যার) উপমা-প্রধান বা মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
ক) মেনিমুেখো
খ) হাতেখড়ি
গ) বেতার
ঘ) বিড়াল-চোখি
Note : 'বেতার' (নাই তার যাতে) নঞ বহুব্রীহি সমাস। অন্যগুলো ('মেনির মতো মুখ যার', 'হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে', 'বিড়ালের চোখের মতো চোখ যার') মধ্যপদলোপী বহুব্রীহি।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন