বেহায়া’ কোন সমাস?
'বেহায়া' এর ব্যাসবাক্য হলো 'হায়া নেই যার'। এখানে 'বে' উপসর্গটি না-বোধক অর্থে ব্যবহৃত হয়েছে। এটি একটি নঞ বহুব্রীহি সমাস। তবে আধুনিক ব্যাকরণে উপসর্গযুক্ত হওয়ায় অনেক সময় অব্যয়ীভাবও বলা হয়।
Related Questions
বেওয়ারিশ এর ব্যাসবাক্য বে (নেই) ওয়ারিশ যার।
যার এবং যাতে শুধুমাত্র বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যেই থাকে। বিশেষ্য পূর্বপদের আগে নঞ(না বোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস গঠিত হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে।
বেওয়ারিশ– বে(নেই) ওয়ারিশ যার।
যেহেতু এর ব্যাসবাক্যে না বোধক অব্যয় এবং যার রয়েছে সেহেতু বেওয়ারিশ সমাসটি নঞ বহুব্রীহি সমাস হবে।
উভয়পদ বিশেষ্য হলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয় । যেমনঃ বীণা পাণিতে যার, গোঁফে খেজুর যার
জব সলুশন