'সিংহপুরুষ' কোন সমাস?

ক) উপমান কর্মধারায়
খ) উপপদ তৎপুরুষ
গ) উপমিত কর্মধারায়
ঘ) অব্যয়ীভাব
বিস্তারিত ব্যাখ্যা:
'সিংহপুরুষ' (পুরুষ সিংহের ন্যায়) একটি উপমিত কর্মধারয় সমাস। এখানে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে।

Related Questions

ক) উপমান কর্মধারয়
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
Note : 'বীরসিংহ' (বীর সিংহের ন্যায়) উপমিত কর্মধারয় সমাস। এখানে বীরকে সিংহের সাথে তুলনা করা হয়েছে।
ক) উপমান কর্মধারয়
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) উপমিত কর্মধারয়
Note : 'পুরুষ সিংহের ন্যায়' ব্যাসবাক্যটি উপমিত কর্মধারয় সমাসের। এখানে উপমেয় (পুরুষ) ও উপমান (সিংহ) আছে, কিন্তু সাধারণ ধর্ম নেই।
ক) উপমান কর্মধারয়
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) সাধারণ কর্মধারয়
Note : 'বাহুলতা' (বাহু লতার ন্যায়) উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে বাহুকে লতার সাথে তুলনা করা হয়েছে।
ক) উপমিত
খ) উপমান
গ) রূপক
ঘ) মধ্যপদলোপী
Note : 'ফুলকপি' (ফুল কপির ন্যায়) উপমিত কর্মধারয় সমাস। এখানে ফুলকে কপির সঙ্গে তুলনা করা হয়েছে।
ক) বহুব্রীহি
খ) উপপদ তৎপুরুষ
গ) রূপক কর্মধারয়
ঘ) ষষ্ঠী তৎপুরুষ
Note :

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।

ক) পঞ্চমী তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) প্রাদি সমাস
ঘ) বহুব্রীহি সমাস

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন