'চরণকমল' কোন সমাসের উদাহরণ?
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) দ্বিগু সমাস
বিস্তারিত ব্যাখ্যা:
'চরণকমল' (চরণ কমলের ন্যায়) উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে সাধারণ ধর্ম উহ্য আছে।
Related Questions
ক) চন্দ্রমুখ
খ) চাঁদমুখ
গ) মুখচন্দ্র
ঘ) সবগুলোই
Note : 'চন্দ্রমুখ', 'চাঁদমুখ' ও 'মুখচন্দ্র' সবগুলোরই ব্যাসবাক্য 'মুখ চন্দ্রের ন্যায়'। তাই সবগুলোই উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ।
ক) নরসিংহ
খ) কাজল-কালো
গ) নদীমাতৃক
ঘ) যাচ্ছেতাই
Note : 'নরসিংহ' (নর সিংহের ন্যায়) একটি উপমিত কর্মধারয় সমাস। এখানে সাধারণ ধর্ম উহ্য আছে।
ক) চৌরাস্তা
খ) তেপায়া
গ) পঞ্চবট
ঘ) দশগজি
Note : 'দশগজি' একটি পরিমাণ বাচক শব্দ যা বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত হতে পারে। অন্যগুলো (চৌরাস্তা, তেপায়া, পঞ্চবট) দ্বিগু সমাস।
ক) পঞ্চনদ
খ) ত্রিফলা
গ) শতাব্দী
ঘ) চৌচালা
Note : 'চৌচালা' (চৌ চাল যে ঘরের) সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। অন্যগুলো ('পঞ্চনদ', 'ত্রিফলা', 'শতাব্দী') দ্বিগু সমাস।
ক) পরিমেয়
খ) পসুরি
গ) চতুরঙ্গ
ঘ) শৌরঙ্গ
Note : 'পাঁচ সেরের সমাহার' এর এক কথায় প্রকাশ বা সমস্ত পদ হলো 'পসুরি', যা একটি দ্বিগু সমাস।
ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
খ) ফুলের গাছ = ফুলগাছ
গ) পঞ্চ বটের সমাহর = পঞ্চবটী
ঘ) বনে চরে যে বনচর
Note : 'পঞ্চবটী' (পঞ্চ বটের সমাহার) একটি দ্বিগু সমাস। অন্যগুলো মধ্যপদলোপী, তৎপুরুষ ও উপপদ তৎপুরুষ সমাস।
জব সলুশন