'Constituency' এর বাংলা-
ক) সংগঠন
খ) সংবিধান
গ) নির্মাণ সামগ্রী
ঘ) নির্বাচনী এলাকা
বিস্তারিত ব্যাখ্যা:
'Constituency' বলতে নির্বাচনের জন্য নির্ধারিত একটি ভৌগোলিক এলাকাকে বোঝায় যেখান থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হন। এর পরিভাষা 'নির্বাচনী এলাকা'।
Related Questions
ক) মুরগীর ডাক
খ) বানিয়ে বলা
গ) সামঞ্জস্য
ঘ) বর্ণনামূলক সূচি
Note : 'Concoct' অর্থ মিথ্যা কাহিনী বা পরিকল্পনা তৈরি করা। এর অর্থ 'বানিয়ে বলা'।
ক) আচরণ
খ) স্বভাব
গ) চরিত্র
ঘ) উপস্থাপন
Note : 'Conduct' বলতে কোনো ব্যক্তির ব্যবহার বা চালচলনকে বোঝায়। এর অর্থ 'আচরণ'।
ক) সমন্বিত আগ্রহ
খ) যৌগিক সুদ
গ) যৌথ উপস্বত্ব
ঘ) চক্রবৃদ্ধি সুদ
Note : 'Compound Interest' হলো সেই সুদ যা আসলের উপর এবং পূর্বের অর্জিত সুদের উপরও গণনা করা হয়। এর পরিভাষা 'চক্রবৃদ্ধি সুদ'।
ক) সুষম
খ) অবহিতি
গ) আমলযোগ্য
ঘ) বোধজাত
Note : 'Cognizable offense' হলো এমন অপরাধ যেখানে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেপ্তার করতে পারে। তাই 'Cognizable' এর পরিভাষা 'আমলযোগ্য'।
ক) তুলনামূলক
খ) সাম্যবাদ
গ) খেসারত
ঘ) প্রতিযোগিতা
Note : 'Comparative' বলতে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে তুলনা করাকে বোঝায়। এর পরিভাষা 'তুলনামূলক'।
ক) প্রসাধনী
খ) সৃষ্টি
গ) প্রলয়
ঘ) মহাজাগতিক
Note : 'Cosmic' বলতে মহাবিশ্ব বা মহাকাশ সম্পর্কিত কিছুকে বোঝায়। এর পরিভাষা 'মহাজাগতিক'।
জব সলুশন