'Directorate' এর পরিভাষা-
ক) পরিচালক
খ) নির্দেশিকা
গ) পরিদপ্তর
ঘ) বিভাগ
বিস্তারিত ব্যাখ্যা:
'Directorate' হলো সরকারি কোনো বিভাগ বা সংস্থার একটি নির্দিষ্ট শাখা যা একজন পরিচালকের অধীনে থাকে। এর পরিভাষা 'পরিদপ্তর'।
Related Questions
ক) প্রেরণ
খ) প্রেষণ
গ) পেষণ
ঘ) বদলিকরণ
Note : 'Deputation' বলতে একজন কর্মচারীকে তার মূল পদ থেকে অন্য কোনো পদে বা সংস্থায় সাময়িকভাবে নিয়োগ দেওয়াকে বোঝায়। এর পরিভাষা 'প্রেষণ'।
ক) বাণিজ্য-উপদেষ্টা
খ) বাণিজ্য-সংস্থা
গ) বাণিজ্যিক উদ্যোক্তা
ঘ) বাণিজ্য চুক্তি
Note : 'Commercial Entrepreneur' বলতে যে ব্যক্তি মুনাফার উদ্দেশ্যে নতুন ব্যবসা শুরু করেন, তাকে বোঝায়। এর পরিভাষা 'বাণিজ্যিক উদ্যোক্তা'।
ক) পাঠ্য
খ) সিলেবাস
গ) পাঠ্যক্রম
ঘ) পাঠ্যপুস্তক
Note : 'Curriculum' বলতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বা নির্দিষ্ট কোর্সে যা কিছু পড়ানো হয় তার সামগ্রিক রূপরেখাকে বোঝায়। এর পরিভাষা 'পাঠ্যক্রম'।
ক) পরিপত্র
খ) প্রচারপত্র
গ) পরিচয়পত্র
ঘ) পরিদপ্তর
Note : 'Circular' হলো কোনো আদেশ বা বিজ্ঞপ্তি যা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বা শাখার কাছে পাঠানো হয়। এর পরিভাষা 'পরিপত্র'।
ক) গৃহযুদ্ধ
খ) নগর যুদ্ধ
গ) দাঙ্গা
ঘ) জনযুদ্ধ
Note : 'Civil War' বলতে একটি দেশের অভ্যন্তরে দুটি বা তার বেশি গোষ্ঠীর মধ্যে সংগঠিত যুদ্ধকে বোঝায়। এর পরিভাষা 'গৃহযুদ্ধ'।
ক) শল্য চিকিৎসক
খ) সরকারি চিকিৎসক
গ) পৌর চিকিৎসক
ঘ) সাধারণ চিকিৎসক
Note : 'Civil Surgeon' হলেন একটি জেলার প্রধান সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। তাকে 'পৌর চিকিৎসক' বা জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলা যায়।
জব সলুশন