'Pension'-এর পরিভাষা কী?
ক) সেবা
খ) অর্থকড়ি লেনদেন
গ) উত্তর-বেতন
ঘ) অবসর ভাতা
বিস্তারিত ব্যাখ্যা:
চাকরি থেকে অবসর গ্রহণের পর নিয়মিতভাবে যে আর্থিক সুবিধা প্রদান করা হয়, তাকে 'Pension' বা 'অবসর ভাতা' বলে।
Related Questions
ক) মহড়া
খ) নকশা
গ) টহল
ঘ) জ্বালানি
Note : নিরাপত্তার জন্য কোনো এলাকা বা স্থানে নিয়মিতভাবে ঘুরে ঘুরে পাহারা দেওয়াকে 'Patrol' বা 'টহল' দেওয়া বলে।
ক) ধর্মযাজক
খ) ধর্মীয়
গ) ধর্মপরায়ণ
ঘ) ধর্ম বিদ্বেষী
Note : 'Parson' বলতে খ্রিস্টান সম্প্রদায়ের, বিশেষত কোনো প্যারিশের দায়িত্বে থাকা পাদ্রি বা 'ধর্মযাজক'কে বোঝায়।
ক) আমলে আনা
খ) বাতিল করা
গ) মুলতুবি করা
ঘ) কার্যকর করা
Note : আইনের ভাষায়, উচ্চতর আদালত যখন নিম্ন আদালতের সিদ্ধান্তকে নাকচ করে দেন, তখন তাকে 'Overrule' বা 'বাতিল করা' বলা হয়।
ক) আশাবাদী ব্যক্তি
খ) দর্শন
গ) দার্শনিক
ঘ) জগৎই শ্রেষ্ঠ
Note : 'Optimist' বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি সবসময় সবকিছুর ভালো দিক দেখেন এবং ভালো কিছুর প্রত্যাশা করেন, অর্থাৎ 'আশাবাদী ব্যক্তি'।
ক) অনুগত
খ) বাধ্যতামূলক
গ) বধিত করা
ঘ) শপথ গ্রহণ
Note : 'Obligatory' বলতে এমন কিছু বোঝায় যা আইন বা নিয়ম অনুসারে অবশ্যই পালনীয়। এর সঠিক পরিভাষা 'বাধ্যতামূলক'।
ক) শক্তি
খ) গৌরব
গ) প্রকাণ্ড
ঘ) ভদ্র
Note : 'Massive' বলতে আকারে বা পরিমাণে অত্যন্ত বড় বা বিশাল কিছুকে বোঝায়। এর সঠিক অর্থ 'প্রকাণ্ড'।
জব সলুশন