'Invoice' শব্দটির বাংলা পরিভাষা কী?
ক) চালান
খ) কার্যাদেশ
গ) আন্তস্বর
ঘ) আদেশ
বিস্তারিত ব্যাখ্যা:
বিক্রেতা ক্রেতাকে পণ্যের বিবরণ, পরিমাণ ও মূল্য উল্লেখ করে যে তালিকা পাঠান, তাকে 'Invoice' বা 'চালান' বলে।
Related Questions
ক) প্রারম্ভিক
খ) বিরাট
গ) হ্রদ
ঘ) কান্না
Note : 'Initial' বলতে কোনো কিছুর প্রথম বা শুরুর অবস্থাকে বোঝায়। এর সঠিক অর্থ 'প্রারম্ভিক'।
ক) দুশ্চিন্তা
খ) বায়ুরোগ
গ) অনিদ্রা
ঘ) কর্কটরোগ
Note : 'Insomnia' একটি শারীরিক অবস্থা যেখানে ঘুম আসতে বা ঘুমিয়ে থাকতে অসুবিধা হয়। এর সঠিক পরিভাষা 'অনিদ্রা'।
ক) অন্যায়
খ) উপাদান
গ) অবসান
ঘ) শেষ
Note : কোনো কিছু তৈরির জন্য যে উপকরণগুলো প্রয়োজন হয়, সেগুলোকে 'Ingredient' বলা হয়। এর সঠিক অর্থ 'উপাদান'।
ক) বিষণ্ণ
খ) অকৃত্রিম
গ) নম্র
ঘ) চাটুকার
Note : 'Humble' বলতে বিনয়ী বা নিরহংকার ব্যক্তিকে বোঝায়। এর সঠিক অর্থ 'নম্র'।
ক) আবাস
খ) আবাসন
গ) বাস
ঘ) নিবাস
Note : মানুষের বসবাসের জন্য ঘরবাড়ি বা বাসস্থানের ব্যবস্থা করাকে 'Housing' বা 'আবাসন' বলা হয়।
ক) দিগন্ত
খ) অনুভূমিক
গ) প্রান্তিক
ঘ) নিষ্ক্রিয়
Note : দিগন্তের সমান্তরাল রেখাকে 'Horizontal' বা 'অনুভূমিক' বলা হয়।
জব সলুশন