কোনটি তৎসম উপসর্গ?
Related Questions
-বাংলা ভাষার উপসর্গ ৩ প্রকার । যথা
-বাংলা ,
-তৎসম বা সংস্কৃত ও
-বিদেশি উপসর্গ ।
-বাংলা উপসর্গ ২১ টি ও সংস্কৃত উপসর্গ ২০ টি ।
- বাংলা উপসর্গ ২১ টি হল - অ , অঘা , অজ ,অনা ,আ , আড় , আন , আব ,ইতি , উন , কদ ,কু ,নি পাতি , বি ভর , রাম স , সা সু ,হা ।অব , অতি ও পরি সংস্কৃত উপসর্গ ।
খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা—অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। প্রয়োগ: অ—অবহেলা, অকাজ। কু—কুকথা, কুকাজ।
সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা—প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। প্রয়োগ: প্র—প্রচার, প্রসার। উপ—উপদেশ, উপকার।
বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন—বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি। প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল। বদ—বদলোক, বদনাম।
জব সলুশন