ক এবং খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারবে?

ক) ২৫ দিনে
খ) ৩০ দিনে
গ) ৩৫ দিনে
ঘ) ৪০ দিনে

Related Questions

ক) ১০ দিনে
খ) ১২ দিনে
গ) ১৪ দিনে
ঘ) ১৫ দিনে
Note :

 ১ দিনে করে=১/২০+১/৩০=১/১২ অংশ কাজ।

 

১/১২ অংশ কাজ করে= ১ দিনে

সুতরাং ১ অংশ কাজ করে= ১২ দিনে।  

ক) ৪ দিন
খ) ৬ দিন
গ) ৮ দিন
ঘ) ১০ দিন
Note :

৫ জন বালক =৩ জন পুরুষ

১০ জন বালক = ৪ জন পুরুষ

যেহেতু কাজটি সম্পন্ন করতে ৪  জন পুরুষ এবং ১০ জন বালক বা ৬জন পুরুষ দরকার হয় মানে ১০ জন পুরুষ

তাহলে ৩  জন পুরুষ কাজটি  সম্পন্ন করতে সময় লাগে ২০ দিন

       ১    “       ”       “         ”         “       ”      "    ২০×৩ দিন

       ১০   “      ”       “         ”         “        ”      "   (২০×৩)/১০

                                                                      = ৬ দিন

ক) ৪৪ বছর
খ) ৪০ বছর
গ) ৪২ বছর
ঘ) ৪৩ বছর
Note :

দুই বছর পর দুই পুত্রের বয়সের গড় হবে 12 বছর

দুই বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি হবে 12*2 = 24 বছর

সুতরাং বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি 24 - (2 + 2) = 20 বছর

দুই পুত্র ও পিতার বয়সের গড় বর্তমানে 20 বছর

 

দুই পুত্র ও পিতার বয়সের সমষ্টি বর্তমানে 20*3 = 60 বছর

এখন পিতার বয়স হবে 60 - 20 = 40 বছর

ক) 25
খ) 22
গ) 23
ঘ) 24
Note :

নির্ণেয় গড় (১+৪৯)/২
                =৫০/২
                 =২৫

ক) 50
খ) 55
গ) 60
ঘ) 65
Note :

দেওয়া আছে,
৯টি সংখ্যার যোগফল ৫৩০
         
৫ টির গড় =৬২
 ৫ "    সমষ্টি=৫×৫৬
                   =২৮০

আবার ,

 শেষ ৫টির গড় =৬২
        ৫ টির সমষ্টি=৫×৬২=৩১০

অতএব,
 ১০ টির সমষ্টি =২৮০+৩১০=৫৯০
তাহলে ৫ম সংখ্যাটি ৫৯০-৫৩০=৬০

ক) ৬টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ১৫টি
Note :

মনেকরি,
সে কলম কিনেছিল = x টি
প্রশ্নমতে,
240/x -240/x+1 =1
⇒240(1/x-1/x+1)= 1
⇒ x + 1 - x/ x2 + x = 1/240
⇒1/x2+x = 1/240
⇒x²+x-240=0
⇒x² + 16x-15x - 240 = 0
⇒x(x+16) - 15(x+16) = 0
⇒(x+16)(x-15)=0
.:x-15= 0 [':'x ≠ -16]
⇒x=15

বিকল্প পদ্ধতি : 
 

ধরি, ছাত্রটি ক সংখ্যক  কলম কিনেছিল।

তাহলে, ১টি কলমের দাম = (২৪০/ক) টাকা

১টি কলম বেশি পেলে কলমের সংখ্যা = ক+১

তখন, ১টি কলমের দাম হবে = (২৪০/ক+১) টাকা

প্রশ্নমতে,
ক=১৫  এবং  ক= - ১৬(গ্রহণযোগ্য নহে)

সুতরাং, ছাত্রটি ১৫টি কলম কিনেছিল। (উত্তর)

 

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন