গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?

ক) 6 ঘন্টা
খ) 5.5 ঘন্টা
গ) 6.5 ঘন্টা
ঘ) 5 ঘন্টা
বিস্তারিত ব্যাখ্যা:

গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ ৬ ঘন্ট আগে।

জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। 

Related Questions

ক) খোয়াই
খ) করিমগঞ্জ
গ) পেট্রাপল
ঘ) ডাউকি
ক) বরিশাল
খ) নেত্রকোণা
গ) ফরিদপুর
ঘ) কোনটিই নয়
ক) উত্তর-পশ্চিম
খ) দক্ষিণ-পূর্ব
গ) উত্তর-পূর্ব
ঘ) দক্ষিণ-পশ্চিম
ক) কক্সবাজার
খ) খাগড়াছড়ি
গ) রাঙ্গামাটি
ঘ) বান্দরবান
ক) শাহবাগ
খ) সাভার
গ) ঝিকরগাছা
ঘ) ত্রিশাল
Note :

মনোবিজ্ঞানে বর্তমান চেতনার (focal awareness) পরিসরে না থাকা চেতনাকে অবচেতন (ইংরাজী: subconcious) বলা হয়। অবচেতন হ'ল মানব চেতনেরই একটা অংশ।অবচেতন (Subconscious) - এর ধারণার উৎপত্তি হয়েছিল ঊনবিংশ শতকে। অষ্ট্রিয়ার মনোবিজ্ঞানী সিগ্‌মণ্ড ফ্রয়েড ও ফরাসি মনোবিজ্ঞানী পিয়ের জাঁনেট (১৮৫৯ - ১৯৪৭) পৃথক পৃথক ভাবে এই ধারণার অবতারণা করেছিলেন । [২] সিগমুণ্ড ফ্রয়েড মানুষের মনোজগতকে তিনটি স্তরে ভাগ করেছিলেন[৩] ; চেতন(Conscious) এবং এর সাথে অন্তর্ভুক্ত করেছিলেন ইগোকে (Ego) অবচেতন(Subconscious) বা প্রাক - চেতন (Preconscious) অচেতন(Unconscious) এবং এর সাথে অন্তর্ভুক্ত করেছিলেন ইড (Id)ও সুপার ইগোকে (Super Ego) চেতন মনে জাগ্রত অবস্থায় মানুষ পারিপার্শ্বিক জগতের সাথে সংযোগ রাখে। অবচেতন মনে সংযোগ রাখে অন্তরজগতের সাথে অর্থাৎ অতীত স্মৃতি ও জৈবিক প্রয়োজনসমূহের সাথে।.[৪] মনোবিজ্ঞানী সিগমুণ্ড ফ্রয়েডের মতে, মানব মনের প্রায় ৯০ শতাংশই অবচেতন বাকী কেবল ১০ শতাংশ চেতন অবস্থায় থাকে।অবচেতন মন যদিও আমাদের জাগ্রত চেতনার বাইরে তথাপিও কিছু প্রচেষ্টার বিনিময়ে একে আমাদের চেতন মনে আনা যায়। উল্লেখ্য যে, এই প্রক্রিয়ার সাহায্যেই মানসিক রোগীদের মনোচিকিৎসা করা হয়।

ক) উত্তরে
খ) উত্তর দক্ষিণে
গ) পশ্চিমে
ঘ) পূর্বে

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন