মরিচার একটি গ্রহণযোগ্য সূত্র হলো-
ক) Fe₂O₃H₂O
খ) FeO₃H₂O₂
গ) Fe₃O₂ 5H₂O
ঘ) Fe₂O₃ nH₂O
Related Questions
ক) পানি
খ) অক্সিজেন
গ) কেরোসিন
ঘ) পানি ও অক্সিজেন
Note :
লোহাকে বহুদিন আর্দ্র বাতাসে রেখে দিলে তার উপর বাতাসের অক্সিজেন ও জলীয় বাস্পের বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, যা মরিচা নামে পরিচিত।
ক) বরফ গলে পানি হওয়া
খ) তাপ দিয়ে মোম গলানো
গ) লোহায় মরিচা ধরা
ঘ) চিনি পানিতে দ্রবীভূত হওয়া
ক) দুধকে ছানায় পরিণত করা
খ) লোহাকে চুম্বকে পরিণত করা
গ) লোহায় মরিচা ধরা
ঘ) দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো
ক) বায়ু একটি যৌগিক পদার্থ
খ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
গ) বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ) বায়ু একটি মৌলিক পদার্থ
ক) অক্সিজেন ও হাইড্রোজেন
খ) অক্সিজেন ও নাইট্রোজেন
গ) হাইড্রোজেন ও নাইট্রোজেন
ঘ) অক্সিজেন ও হিলিয়াম
Note :
ইউপ্যাক (IUPAC) নিয়ম অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। অর্থাৎ জল বা পানির একেকটি অণু একটি অক্সিজেন পরমাণু এবং দু'টি হাইড্রোজেন পরমাণুর সমযোজী বন্ধনে গঠিত। এই H2O যৌগটির একটি প্রধান বৈশিষ্ট্য হল - অপেক্ষাকৃত অল্প তাপমাত্রার পরিসরের মধ্যে এর তিনটি বিভিন্ন অবস্থা— কঠিন, তরল ও বায়বীয় পরিলক্ষিত হয়।
জব সলুশন