একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

ক) 0
খ) 144
গ) 256
ঘ) 400
বিস্তারিত ব্যাখ্যা:

১০, ০০০ টাকার ৪০% = ৪, ০০০ টাকা

আবার,  ১০, ০০০  টাকার ৩৬% = ৩৬০০ টাকা

এবং (১০, ০০ - ৩৬০০) টাকার ৪% =  ২৫৬ টাকা

অতএব,  কমতির পার্থক্য  = ৪০০০ - (৩৬০০  +  ২৫৬)

                                                  =  ১৪৪ টাকা

Related Questions

ক) 4000
খ) 7000
গ) 10000
ঘ) 14000
Note :

শতকরা বৃদ্ধি = (৭ - ৩)% = ৪%


সুতরাং,


৪ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০ জন


১ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০/৪ জন


৪০০ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০*৪০০/৪ জন


= ১০০০০

ক) ২৭ টাকা
খ) ২৫.৯৩ টাকা
গ) ৪০ টাকা
ঘ) ২৫.৫০ টাকা
Note :

ব্যাখাঃ ধরি, খ এর বেতন ১০০ টাকা

ক এর বেতন (১০০ + ৩৫) = ১৩৫ টাকা

১৩৫ টাকায় বেতন কম ৩৫ টাকা

১০০ টাকায় বেতন কম = (৩৫ × ১০০) / ১৩৫ = ২৫.৯৩ টাকা।

ক) ৪০০ জন
খ) ৫০০ জন
গ) ৫৬০ জন
ঘ) ৭৬০ জন
Note :

ইংরেজিতে ফেল করেছে ৩০%

বাংলায় " " ২০%

শুধু ইংরেজিতে ফেল করেছে = (৩০ - ১০)% = ২০%

শুধু বাংলায় " " = (২০ - ১০)% = ১০% উ

ভয় বিষয়ে পাস করেছে = ১০০% - (২০% + ১০% + ১০%) = ৬০%
∴ শিক্ষার্থী = ১০০×৩০০⁄৬০ জন
=৫০০ জন।

ক) ৯০টাকা
খ) ৯৫টাকা
গ) ১০০টাকা
ঘ) ১২৫টাকা
Note :

২৫% বৃদ্ধিতে,
∴ডালের পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মুল্য ১২৫ টাকা
∴" " ১ " " " " ১২৫⁄১০০ "
∴" " ৭২ " " " " ১২৫×৭২ ⁄১০০ "
= ৯০ টাকা
উত্তরঃ ৯০ টাকা।

ক) ৪৫% কমানো হয়েছে
খ) ৬.২৫% কমানো হয়েছে
গ) ৫% বাড়ানো হয়েছে
ঘ) ৬.২৫% বাড়ানো হয়েছে
Note :

ধরি, পণ্যের মূল্য = ১০০ টাকা

২৫% বাড়ানোর পরে = ১২৫ টাকা

বর্ধিত মূল্য থেকে ২৫% কমালে

১০০ টাকায় কমে = ২৫ টাকা

১ টাকায় কমে= ২৫/১০০

১২৫ টাকায় কমে= ২৫×১২৫/১০০=৩১.৫

মূল্য কমেছে = (৩১.২৫ - ২৫) = ৬.২৫%।

ক) ৮% হ্রাস
খ) ৮% বৃদ্ধি
গ) ১০৮% বৃদ্ধি
ঘ) ১০৮% হ্রাস
Note :

যেহেতু এই অংকে কোন মোট সংখ্যা দেয়া নেই ।

তাই প্রথমে ধরি, আয়তের দৈর্ঘ্য ১০০ ছিল তা থেকে প্রথমে ২০% বৃদ্ধি পেয়ে হল ১২০ এখন এই ১২০ থেকে ১০% কমে যাওয়ার অর্থ মোট ১২ কমে যাওয়া ।

তাহলে বাড়ার সময় বাড়লো ২০ এবং কমার সময় ১২ কমলো তাহলে মোটে বাড়লো ২০  -  ১২  =  ৮% ।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন