Entrepreneur : Profit
Related Questions
Army (সেনাবাহিনী); logistic (সৈন্য চলাচলের ও সরবরাহের বিদ্যা); business (ব্যবসায়); strategy (কৌশল); war (যুদ্ধ); logic (যুক্তিবিদ্যা); soldier (সৈন্য); students (ছাত্র - ছাত্রী); team (দল); individual (ব্যাক্তি)। Army - এর ক্ষেত্রে logistic এবং business এর ক্ষেত্রে strategy শব্দটি ব্যবহৃত হয়। উত্তর (ক)।
বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্পগ্রন্থ ‘প্রাগৈতিহাসিক’ (১৯৩৭)। শিরোনাম গল্পের বিখ্যাত দুটি প্রধান চরিত্র ভিখু ও পাঁচি।
বন্দ্যোপাধ্যায়, মানিক (১৯০৮ - ১৯৫৬) কথাসাহিত্যিক। ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট। তিনি সেটেলমেন্ট বিভাগে চাকরি করতেন এবং শেষজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে অবসর গ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
‘বায়ান্ন গলির এক গলি’ কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের একটি উপন্যাস। তার অন্যান্য উপনাস - মধুমতি,মন এক শ্বেত কপোতী, সাহেব বাজার, ফেরারী সূর্য, জীবনের আর এক নাম, অনন্ত অন্বেষা, রাজারবাগ, শালিমারবাগ
জব সলুশন