‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
Related Questions
To meet trouble halfway (Idiom) – বিমূঢ় হয়ে যাওয়া; হতবুদ্ধি হওয়া।
to be puzzled – হতবাক হয়ে যাওয়া;
To get nervous – ভীত হওয়া;
To be disappointed – হতাশ হওয়া;
To bear up – নৈরাশ্যে ভেঙ্গে না পড়া;
A speech full of too many word - is called a verbose speech. অর্থাৎ যে বক্তৃতা অনেক বেশি শব্দ/কথায় পরিপূর্ণ তাকে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা ( verbose speech) বলে।
"Painted green" একটি সাধারণ বাক্য গঠন যেখানে রঙ বোঝানোর জন্য সরাসরি রঙটিকে বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়। এখানে কোনো preposition (যেমন by, in, with) এর প্রয়োজন হয় না। যখন কোনো বস্তুকে কোনো রঙে রাঙানো হয়, তখন আমরা সরাসরি "painted [color]" ব্যবহার করি। উদাহরণস্বরূপ: "The car was painted red."
সঠিক বানান - বিভীষিকা। বিভীষিকা শব্দের অর্থ - ভয়জনক দৃশ্য, ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে।
বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত।
রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
জব সলুশন