বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি?
মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।
Related Questions
বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত।
সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।
বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়।
এর দৈর্ঘ্য এবং প্রস্থ ১০ঃ৬।
According to Respectfully Quoted: A Dictionary of Quotations, it is attributable to William Ewart Gladstone, but such attribution was not verifiable. Alternatively, it may be attributed to William Penn in the form "to delay Justice is Injustice".
Syntax হচ্ছে sentence গঠনের নিয়ম অর্থাৎ এটি sentence building নিয়ে আলোচনা করে।
ফাঁসি দেয়া অর্থে - Hang এর past and past participle form হচ্ছে hanged . আর ঝোলানো অর্থে - Hang এর past and past participle হচ্ছে hung. তাছাড়া বাক্যটি past indefinite tense - এ হবে বলে (গ) - ই সঠিক উত্তর।
Adjective এর পূর্বে the বসিয়ে plural common noun গঠিত হয় এবং plural verb ব্যবহৃত হয়। সুতরাং সঠিক বাক্য The rich are not always happy.
Out and out - হাঁড়ে হাঁড়ে,
পুরোপুরি, সম্পূর্ণ;
Thoroughly - পুরোপুরি;
জব সলুশন