ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি –

ক) সমকোণী
খ) স্থুলকোণী
গ) সমবাহু
ঘ) সূক্ষ্মকোণী
বিস্তারিত ব্যাখ্যা:

একটি ত্রিভুজে যদি একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হয়, তাহলে সেই ত্রিভুজটি সমকোণী হবে।

ধরি, ত্রিভুজের তিনটি কোণ হল A, B এবং C।
প্রশ্ন অনুযায়ী, একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান।
ধরি, A = B + C
আমরা জানি যে, যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°
অর্থাৎ, A + B + C = 180°
এখন A = B + C এই সমীকরণে A এর মান বসিয়ে,
(B + C) + B + C = 180°
বা, 2B + 2C = 180°
বা, 2(B + C) = 180°
বা, B + C = 90°
যেহেতু A = B + C, তাই A = 90°
সুতরাং, ত্রিভুজটির একটি কোণ 90° হয়েছে, যা একটি সমকোণ।

Related Questions

ক) abc
খ) 3abc
গ) 6abc
ঘ) 9abc
Note :

a + b + c = 0
বা, a + b = - c

এখন
a³ + b³ + c³
= (a + b)³ - 3ab(a + b) + c³
= (- c)³ - 3ab(-c) + c³
= - c³ + 3abc + c³
= 3abc

ক) -5
খ) 5
গ) 25
ঘ) -25
Note :

(x - 5) (a+x)=x² - 25

বা, (x-5)(x+a)=(x+5)(x-5)

বা, x+a=x+5

বা, a=5

ক) ২২%
খ) ২৫%
গ) ২০%
ঘ) ৩০%
Note :

২৫% বৃদ্ধি পাওয়াতে, 
১২৫ টাকায় চিনি খাওয়া কমল = ১২৫ - ১০০ = ২৫ টাকার
১০০ টাকায় চিনি খাওয়া কমবে (২৫×১০০)/১২৫ 

= ২০%

ক) ১২.৫০ টাকা
খ) ২০ টাকা
গ) ২৫ টাকা
ঘ) ১৫ টাকা
Note :

আসল ১০০ টাকা
৮ বছরে সুদে আসলে হয় (১০০ × ৩) = ৩০০ টাকা।

 সুদ = (৩০০ - ১০০) = ২০০ টাকা।
১০০ টাকার ৮ বছরের সুদ ২০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ২০০/৮ = ২৫ টাকা
∴ সুদের হার ২৫   টাকা

ক) ১/ ৮০
খ) ১/ ৮০০
গ) ১/ ৮০০০
ঘ) ১/ ৮
Note :

(.1 x .01 x .001)/(.2 x .02 x .002) 
= 0.000001/0.000008
=  1/8 

ক) ১৬
খ) ২৪
গ) ৩২
ঘ) ১২
Note :

সংখ্যাদ্বয়ের গুনফল  =  ল, সা, গু × গ,  সা,  গু

বা,  ১৫৩৬  =  ৯৬ × গ,  সা,  গু

বা,  গ,   সা,  গু =   ১৫৩৬ / ৯৬ 

গ,   সা,  গু  =  ১৬


 

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন