জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

ক) নিউক্লিয়াস
খ) নিউক্লিওলাস
গ) ক্রোমোসোম
ঘ) নিওক্লিওপ্লাজম
বিস্তারিত ব্যাখ্যা:

জীব কোষের অভ্যন্তরীণ কার্যাবলি নিয়ন্ত্রণ করে 'নিউক্লিয়াস'। নিউক্লিয়াস রাইবোজোম প্রস্তুত করে এবং কোষ বিভাজনে সক্রিয় ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ভাসমান সুতার ন্যায় প্যাচানো উপাদান হলো 'ক্রোমোজোম'। অসংখ্য সূক্ষ্ম জিন দ্বারা ক্রোমোজোম গঠিত। জিন বংশগতির ধারক ও বাহক এবং মাধ্যমে বংশপরম্পরায় প্রজাতির বৈশিষ্ট্য অক্ষূ্ন্ন থাকে।

Related Questions

ক) বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ) মেমোরি চিপ হিসেবে
গ) চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ) কার্বন ক্ষেত্র হিসেবে
ক) (A + B)/2
খ) (AM + BM)/2
গ) (AM+BN)/M+N
ঘ) (AM +BM)/A*B
Note :

M সংখ্যক সংখ্যার সমষ্টি MA
N সংখ্যক সংখ্যার সমষ্টি BN
M+N সংখ্যক সংখ্যার সমষ্টি MA+BN
অতএব, M+N সংখ্যক সংখ্যার গড় (MA+BN)/(M+N)

ক) ৫৫
খ) ৪০
গ) ৬৮
ঘ) ৮৯
Note :

২ + ৩ = ৫

৫ + ৩ = ৮

৮ + ৫ = ১৩

১৩ + ৮ = ২১

২১ + ১৩ = ৩৪

৩৪ + ২১ = ৫৫

ক) ২২
খ) ২৫
গ) ২৯
ঘ) ৮৫
Note :

সমান্তর প্রগমনে দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান এবং তৃতীয় সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার ব্যবধান সবসময় সমান হবে। এখানে ১৭ - ৫ = ১২ ∴ তৃতীয় সংখ্যাটি হবে = ১৭ + ১২ = ২৯।

ক) ২০
খ) ১৯০
গ) ৩৮০
ঘ) ৭৬০
Note :

যেহুতু ২০ থেকে একজন অধিনায়ক ও একজন সহ - অধিনায়ক নির্বাচন করতে হবে

অর্থাৎ ২ জনকে নিতে হবে তাই সুত্র হলঃ

 

২০C2 = ২০!/২!(২০! - ২)

= ২০ × ১৯ × ১৮!/২! ১৮!

= ২০ × ১৯/২!

= ১০ × ১৯

= ১৯০

ক) ৯ কেজি
খ) ১২ কেজি
গ) ১৭ কেজি
ঘ) ৫১ কেজি
Note :

তিনটি মিশ্রণ এর অনুপাত হল, ১৭ঃ৩ঃ৪

 

অনুপাত গুলোর যোগফল = ২৪

 

তাই ,মিশ্রণে B আছে = ৭২ এর ৩/২৪ = ৩ × ৩ = ৯ কেজি।

 

উত্তর ঃ ৯ কেজি।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন