‘টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম অর্থই যে সকল অনর্থের মূল তখনও তা জানতাম না’- বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১টি
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যটিতে ‘লক্ষ’ (হবে লক্ষ্য), ‘উদ্দেশ্যে’ (ঠিক আছে বা উদ্দেশে হতে পারে প্রসঙ্গভেদে) এবং বিরামচিহ্নের ব্যবহার দেখার বিষয়। ‘লক্ষ্য’ (Goal) এবং ‘লক্ষ’ (Number) এর পার্থক্য এখানে মুখ্য।
Related Questions
ক) শারীরিক; সমীচীন; নিরীক্ষণ
খ) ইতিমধ্যে; ইতঃপূর্বে; উপরোক্ত
গ) শ্রদ্ধাঞ্জলী; বাল্মীকি; আকাঙ্ক্ষা
ঘ) ভৌগোলিক; শতবার্ষিক; মুহুর্মুহু
Note : ‘ভৌগোলিক’, ‘শতবার্ষিক’ এবং ‘মুহুর্মুহু’ বানানগুলো সঠিক। ‘শ্রদ্ধাঞ্জলি’ তে হ্রস্ব-ই হবে।
ক) শিরশ্ছেদ; দরিদ্রতা; সমীচীন
খ) শিরোচ্ছেদ; দারিদ্র্য; সমীচিন
গ) শিরশ্ছেদ; দরিদ্রতা; সমীচিন
ঘ) শিরচ্ছেদ; দরিদ্রতা; সমীচীন
Note : ‘শিরশ্ছেদ’ (তালব্য-শ এবং ছ) এবং ‘সমীচীন’ সঠিক। ‘দরিদ্রতা’ ব্যাকরণগতভাবে দুর্বল হলেও প্রচলিত।
ক) রুগ্ন; শিহরণ; বাল্মীকি
খ) অদ্যাবধি; তিরস্কার; শরণ
গ) দারুন; দৈন্যতা; বৈচিত্র
ঘ) জাত্যাভিমান; ব্রহ্মপুত্র; প্রবেশক
ক) মুমূর্ষু; ব্যত্যয়; মৃত্যুত্তীর্ণ
খ) মুমূর্ষু; ব্যত্যয়; মৃত্যুত্তীর্ণ
গ) মুমূর্ষু; ব্যত্যয়; মৃত্যুত্তীর্ণ
ঘ) মুমূর্ষু; ব্যত্যয়; মৃত্যুতীর্ণ
Note : ‘মুমূর্ষু’ এবং ‘ব্যত্যয়’ সঠিক। ‘মৃত্যুত্তীর্ণ’ (মৃত্যু+উত্তীর্ণ) বানানটি সন্ধিসম্মত।
ক) কূপমণ্ডুক; দুরুনীরিক্ষ; দুষ্কর
খ) অর্চনা; বরেন্য; পৈশাচি
গ) মোহিনী; লভনীয়া; সৌকর্য্য
ঘ) সৌপ্তিক; হারীত; প্রকুপিত
Note : ‘সৌপ্তিক’ এবং ‘প্রকুপিত’ বানানগুলো সঠিক। ‘বরেন্য’ ভুল (বরেণ্য)।
ক) উৎকর্ষতা; আত্মসাৎ; আদ্র
খ) অভ্যন্তরীণ; আয়ত্তাধীন; অতীন্দ্রিয়
গ) কৌতূহল; কৃচ্ছ্রসাধন; ক্বচিৎ
ঘ) অনুসূয়া; অভীষ্ট; অলঙ্ঘনীয়
Note : ‘কৌতূহল’, ‘কৃচ্ছ্রসাধন’ এবং ‘ক্বচিৎ’ বানানগুলো সঠিক। ‘উৎকর্ষতা’ ভুল (উৎকর্ষ হবে)।
জব সলুশন