শুদ্ধ বানান কোনটি?
ক) শারীরীক; সমীচীন; নিরীক্ষণ
খ) স্টিমার; প্রতিযোগী; ব্যুৎপত্তি
গ) ঘণ্টা; ভৌগোলিক; আকাঙ্ক্ষা
ঘ) পরিমাণ; ধূমপায়ি; পোস্ট অফিস
Related Questions
ক) সমীচীন; হরিতকি; বাল্মীকি
খ) সমীচীন; হরিতকি; বাল্মীকি
গ) সমীচীন; হরিতকী; বাল্মীকি
ঘ) সমীচিন; হরিতকী; বাল্মীকি
Note : ‘সমীচীন’ (দুটিই দীর্ঘ), ‘হরিতকী’ (দীর্ঘ-ঈ) এবং ‘বাল্মীকি’ (দীর্ঘ-হ্রস্ব) সঠিক। উত্তর A তে ‘হরিতকি’ (হ্রস্ব) দেওয়া যা আধুনিক নিয়মে শুদ্ধ হতে পারে।
ক) ঔষধ; বাঁিধ; ত্রিনয়ণ
খ) হরিণ; বঙ্কন; লোনা
গ) প্রাণ; খ্রিস্টান; শোনা
ঘ) কষ্ট; স্টেশন; জিনিষ
Note : ‘হরিণ’, ‘লবণ’ (বা লোনা) বানানগুলো সঠিক। ‘খ্রিস্টান’ বানানও সঠিক।
ক) শিহরণ; দারুণ; দরুন
খ) আশিষ; ইতোপূর্বে; খাওড়ি
গ) গণ্ডুষ; সায়াহ্ন; ঈপ্সিত
ঘ) ভস্ম; পুষ্পাঞ্জলি; দরিদ্রতা
Note : ‘শিহরণ’, ‘দারুণ’ এবং ‘দরুন’ শব্দগুলো বানান ও অর্থে সঠিক।
ক) স্বায়ত্তশাসন; অভ্যন্তর; জন্মবার্ষিক
খ) ভবিষ্যত; ভৌগলিক; যক্ষা
গ) যশলাভ; সদ্যোজাত; সম্বর্ধনা
ঘ) ঐকাতান; কেবলমাত্র; উপরোক্ত
Note : ‘স্বায়ত্তশাসন’, ‘অভ্যন্তর’ এবং ‘জন্মবার্ষিক’ বানানগুলো ব্যাকরণগতভাবে শুদ্ধ।
ক) বাঙালি; গাং; ঠান্ডা
খ) মূর্ছা; সঙ্গীত; প্রায়শঃ
গ) মাস্টারী; মূলো; কাহিনী
ঘ) দায়িত্ব; শংঙ্কা; স্টেশন
Note : আধুনিক বানান রীতি অনুযায়ী ‘বাঙালি’ (হ্রস্ব-ই), ‘গাং’, ‘ঠান্ডা’ সঠিক।
ক) উচ্ছৃঙ্খল; চলচ্ছক্তি
খ) চলৎশক্তি; দুরূহ
গ) উচ্ছৃঙ্খল; পুরাণ
ঘ) গরিব; নমস্কার
Note : ‘উচ্ছৃঙ্খল’ এবং ‘চলচ্ছক্তি’ (চলৎ+শক্তি) বানান দুটি সন্ধি অনুযায়ী সঠিক।
জব সলুশন