‘ভাষার অপ-প্রয়োগ আছে যে বাক্যে-
ক) বুঝেছি তুমি এ কাজ পারবে না
খ) তিনি আমার বইটি প্রকাশিত করেছেন
গ) কোথায় আমরা একত্রিত হব?
ঘ) এত বিলম্ব কেন?
বিস্তারিত ব্যাখ্যা:
‘বইটি প্রকাশিত করেছেন’ ভুল প্রয়োগ। সঠিক হবে ‘বইটি প্রকাশ করেছেন’। বই নিজে প্রকাশিত হয় কিন্তু ব্যক্তি বই প্রকাশ করেন।
Related Questions
ক) লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়
খ) সবিনয়ে বলছি উল্লিখিত বিষয়ে আমি কিছুই জানি
গ) নদীর জল হ্রাস পেলেও স্রোতের ক্ষিপ্রতা কমেনি
ঘ) তোমার দুরবস্থা দেখে দুঃখিত হলাম
Note : ‘নিরপরাধী’ শব্দটি ভুল; সঠিক শব্দটি হলো ‘নিরপরাধ’। বিশেষণ হিসেবে ‘নিরপরাধ’ ব্যবহার করাই বিধেয়।
ক) নিশ্চিত সংবাদ পেয়েছ কি?
খ) রাঙ্গামাটি পার্বত্য এলাকা
গ) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ
ঘ) ঠিক ঠিক করে বলি কোথা নাহি কাদা
Note : এখানে ‘উন্নয়নশীল’ শব্দটি সঠিক মনে হলেও অর্থনৈতিক পরিভাষায় অনেক সময় ‘উন্নয়নকামী’ বা অন্য শব্দ ব্যবহৃত হয় অথবা প্রশ্নে অন্য কোনো সূক্ষ্ম ভুল নির্দেশ করা হয়েছে।
ক) ঊষার আবশ্যক নাই
খ) নাটিসাটি সবাইকে মুগ্ধ করল
গ) হস্তীটি অত্যন্ত স্থূল
ঘ) যার লাঠি তার মাটি
Note : ‘ঊষা’ শব্দের অর্থ ভোর তাই এর আবশ্যকতা নেই বলা অর্থহীন বা অশুদ্ধ বাক্য। অথবা ‘ঊষর’ (বন্ধ্যা) বোঝাতে চেয়ে ভুল শব্দ ব্যবহার হয়েছে।
ক) তিনি গুণীজন; সম্মান তাঁর প্রাপ্য
খ) দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়
গ) তিনি সস্ত্রীক বেড়াতে এসেছেন
ঘ) ছেলেরা সকলে একত্রিত হয়ে খেলছে
Note : বাক্যটিতে যতিচিহ্নের ব্যবহার এবং পদের বিন্যাস সঠিক। ‘একত্রিত’ শব্দটি অনেক সময় অশুদ্ধ ধরা হয় (একত্র হবে) এবং ‘সস্ত্রীক’ বানান দেখতে হবে।
ক) রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন
খ) এমন পাপিষ্ঠ মেয়েকে আমি ঘরে রাখব না
গ) আসামীর অনুপস্থিতিতে বিচার চলছে
ঘ) অবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
Note : এখানে ‘পাপিষ্ঠা’ স্ত্রীবাচক বিশেষণ হিসেবে রানীর সাথে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
ক) অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
খ) তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
গ) বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
ঘ) আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী
Note : ‘সকল চেষ্টা’ সঠিক প্রয়োগ। ‘চলাকালীন সময়’ এবং ‘সবচেয়ে শ্রেষ্ঠতম’ হলো বাহুল্য দোষ। ‘সমৃদ্ধশালী’র চেয়ে ‘সমৃদ্ধ’ বেশি শুদ্ধ।
জব সলুশন