নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক) অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
খ) সাবধানপূর্বক চলবে
গ) সে আরোগ্য লাভ করেছে
ঘ) আমি সন্তোষ হলাম
বিস্তারিত ব্যাখ্যা:
‘আরোগ্য লাভ করা’ একটি বিশিষ্টার্থক প্রয়োগ যা সঠিক। অন্য অপশনগুলোতে বানান বা প্রয়োগগত ভুল রয়েছে।
Related Questions
ক) গণিত খুব কঠিন
খ) এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
গ) নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
ঘ) আকন্ঠ পর্যন্ত ভোজন করলাম
Note : এই বাক্যে সাধু রীতির ক্রিয়াপদ ‘নড়িতে’ এবং ‘ভাসিয়া চলিয়াছিল’ এর সামঞ্জস্যপূর্ণ ব্যবহার হয়েছে যা বাক্যটিকে শুদ্ধ করেছে।
ক) তিনি অপমানিত বোধ করেছেন
খ) তুমি চিরজীবী হও
গ) চন্দ্র উদয় হয়েছে
ঘ) তুমি চিরঞ্জীব হও
Note : আশীর্বাদ বা শুভকামনা অর্থে ‘চিরজীবী’ শব্দটি বহুল প্রচলিত এবং ব্যাকরণগতভাবে সঠিক শব্দচয়ন।
ক) ঈর্ষা। যদি পাখির মত পাখা পেতাম
খ) বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই
গ) অকারণে ঋণ করিও না
ঘ) হয়তো সোহমা আসতে পারে
Note : ‘করিও’ ক্রিয়াপদটি সাধু রীতির। চলিত রীতিতে এটি ‘কোরো’ হওয়া উচিত ছিল অথবা সম্পূর্ণ বাক্যটি সাধু রীতিতে হওয়া বাঞ্ছনীয় ছিল।
ক) মানুষ তার নিজ জীবনের স্থপতি
খ) মানুষ জীবনের স্থপতি
গ) মানুষই জীবনের স্থপতি
ঘ) মানুষ জীবনের নির্মাতা রফিক
Note : বাক্যটিতে ‘নিজ জীবনের’ দ্বারা আত্ম-নিয়ন্ত্রণের বিষয়টি জোর দিয়ে বোঝানো হয়েছে যা প্রবাদতুল্য বাক্যের সঠিক রূপ।
ক) গোময় জ্বালানী কাঠরূপে ব্যবহার হয়
খ) গোময়ের জ্বালনীরূপে ব্যবহার হয়
গ) গোময় জ্বালানী কারূপে ব্যবহৃত
ঘ) গোময়ের জ্বালানীরূপে ব্যবহার হয়
Note : ‘গোময়’ বা গোবরের ষষ্ঠী বিভক্তিযুক্ত রূপ ‘গোময়ের’ এবং উদ্দেশ্য বোঝাতে ‘জ্বালানিরূপে’ শব্দটি সঠিক। ‘জ্বালানি’ বানানে হ্রস্ব-ই কার বসে।
ক) অধ্যয়নই ছাত্রদের তপস্যা
খ) অধ্যায়ন ছাত্রদের তপস্যা
গ) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
ঘ) অধ্যাপনা ছাত্রদের তপস্যা
Note : ‘অধ্যয়ন’ বানানটি সঠিক কিন্তু ‘অধ্যায়ন’ ভুল বানান। ছাত্ররা অধ্যয়ন বা পড়াশোনা করে তাই এটিই সঠিক বাক্য।
জব সলুশন