নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
ক) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
খ) সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।
গ) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
ঘ) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
বিস্তারিত ব্যাখ্যা:
'কর্তৃক' থাকলে ক্রিয়াপদটি কর্মবাচ্যের (passive) হতে হয় (যেমন: অনুমোদিত হয়েছে)। 'অনুমোদন করেছেন' কর্তৃবাচ্যের ক্রিয়া। তাই এটি মিশ্রণজনিত ভুল।
Related Questions
ক) আমি সন্তুস্থ হলাম
খ) আমি সন্তোষ্ট হইলাম
গ) আমি সন্তুষ্ট হলাম
ঘ) আমি সন্তস্ত হলাম
Note : সন্তুষ্ট (ট-বর্গীয় ধ্বনি তাই ষ) বানান সঠিক।
ক) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
খ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
গ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন
ঘ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
Note : একই নিয়ম; তিনি সাক্ষ্য (প্রমাণ/বক্তব্য) দিলেন।
ক) আমি সাক্ষী দিয়েছি
খ) আমি সাক্ষ্য দিয়েছি
গ) আমি সাক্ষী দিতেছি
ঘ) আমি সাক্ষী দিলাম
Note : আদালতে বা কোথাও মানুষ 'সাক্ষ্য' (Statement/Evidence) দেয়।
ক) সাক্ষ্যদান
খ) সাক্ষীদান
গ) সাক্ষীদাতা
ঘ) সাক্ষা উপস্থিত
Note : সাক্ষ্য (প্রমাণ) দান করা হয়। সাক্ষী (ব্যক্তি) দান করা যায় না।
ক) একটি গোপন কথা বলি
খ) একটি গোপনীয় কথা বলি
গ) এক গুপ্ত কথা বলি
ঘ) একটি গোপনীয়তার কথা বলি
Note : গোপন বিশেষণটি কথার সাথে মানানসই। গোপনীয় মানে যা গোপন রাখা উচিত।
ক) টাকার প্রয়োজন নেই আমার
খ) আমার টাকার আবশ্যক নাই
গ) আমার টাকার আবশ্যকতা নাই
ঘ) সবগুলো
Note : 'আবশ্যক' বিশেষণ; 'আবশ্যকতা' বিশেষ্য। 'আমার টাকার আবশ্যকতা (প্রয়োজন) নাই' বাক্যটি শুদ্ধ।
জব সলুশন