চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে?

ক) কাঁধ
খ) সাঁকো
গ) আঁকাবাঁকা
ঘ) সাঁতার
বিস্তারিত ব্যাখ্যা:
সাঁকো বানানে চন্দ্রবিন্দু থাকে কিন্তু প্রশ্নে ভুল প্রয়োগ জানতে চাওয়া হয়েছে। সম্ভবত সাঁকো বাদে অন্য কোনো শব্দে চন্দ্রবিন্দুর প্রয়োজন ছিল না বা সাঁকোতে ভুল স্থানে বসেছে এমন বোঝাতে পারে। তবে ব্যাকরণমতে সবকটিতেই চন্দ্রবিন্দু আছে।

Related Questions

ক) অহংকার
খ) অহঙ্কার
গ) অহঙ্গকার
ঘ) ক ও খ দুটিই
Note : আধুনিক বাংলা বানানে ঙ এবং ং উভয়ই সঠিক। তাই অহংকার ও অহঙ্কার দুটোই শুদ্ধ।
ক) বৃহপতি
খ) ব্যাসপতি
গ) ব্যাসপতি
ঘ) বৃহস্পতি
Note : বৃহস্পতি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। বৃহৎ+পতি = বৃহস্পতি। দন্ত-স এর ব্যবহার হয়।
ক) উত্তপাত
খ) উতপাৎ
গ) উৎপাৎ
ঘ) উৎপাত
Note : উৎপাত অর্থ উপদ্রব। সঠিক বানানে খণ্ড-ত এবং প-এ আকার ত হয়।
ক) শড়ত
খ) শড়ৎ
গ) শরত
ঘ) শরৎ
Note : ঋতুর নাম হিসেবে শরৎ সঠিক বানান; শেষে খণ্ড-ত (ৎ) হবে।
ক) শীতাতপ
খ) শীততাপ
গ) শিততাপ
ঘ) শিতাতপ
Note : শীত ও আতপ এই দুইয়ের সন্ধিতে শীতাতপ গঠিত হয়। শ-এ দীর্ঘ ঈ-কার হবে।
ক) সরিসৃপ
খ) সরীসৃপ
গ) শরীসৃপ
ঘ) শারিসৃপ
Note : সরীসৃপ (যারা বুকে ভর দিয়ে চলে) বানানে র-এ দীর্ঘ ঈ-কার হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন