কোনটি শুদ্ধ বানান?
ক) শ্রাবন
খ) শ্রাবণা
গ) শ্রাবণ
ঘ) শ্রাবাণ
বিস্তারিত ব্যাখ্যা:
'শ্রাবণ' শব্দে র-ফলা থাকায় ণ-ত্ব বিধান অনুযায়ী শেষে মূর্ধন্য 'ণ' বসে।
Related Questions
ক) শ্রোবণ
খ) শ্রবোন
গ) শ্রবণ
ঘ) শ্রবন
Note : 'শ্রবণ' শব্দে র-ফলা (শ্র) থাকার কারণে পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
ক) রূপায়ন
খ) রূপায়ণ
গ) রূপায়ণা
ঘ) রূপয়ণ
Note : 'রূপায়ণ' শব্দে র-এর পরে প-বর্গীয় ধ্বনি (প) এবং অন্তস্থ য় থাকার পরেও ণ-ত্ব বিধান কার্যকর থাকে।
ক) মনহারিভি
খ) মনোহারিণী
গ) মনহারিনী
ঘ) মনোহারিণি
Note : 'মনোহারিণী' শব্দে র-এর কারণে ণ এবং স্ত্রীবাচক ঈ-প্রত্যয় যুক্ত হয়েছে।
ক) পসারিনী
খ) পসারিনি
গ) পসারীনি
ঘ) পসারিন
Note : 'পসারিনী' বানানে ইন প্রত্যয় যুক্ত হওয়ায় দীর্ঘ ঈ এবং মূর্ধন্য ণ ব্যবহৃত হয় না এটি ব্যতিক্রমী বা স্ত্রীবাচক ঈ প্রত্যয়।
ক) প্রণিপাত
খ) নির্মাণ
গ) কূপান
ঘ) রূপায়ণ
Note : 'প্রণিপাত' শব্দে প্র (প+র) উপসর্গের প্রভাবে দন্ত্য ন মূর্ধন্য ণ হয়েছে।
ক) লক্ষণীয়
খ) লক্ষণামীয়
গ) লক্ষণীয়া
ঘ) লক্ষ্মণীয়
Note : 'লক্ষণীয়' শব্দে ক্ষ-এর পরে ণ হয়।
জব সলুশন