কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?

ক) ক্ষ ও র
খ) ই ও উ
গ) ট ও ঠ
ঘ) ত ও থ
বিস্তারিত ব্যাখ্যা:
'ক্ষ' (ক+ষ) এবং 'র' - এই বর্ণগুলোর পর তৎসম শব্দে সাধারণত ণ এবং ষ বসে।

Related Questions

ক) গ
খ) ণ
গ) না
ঘ) ন্ন
Note : ণ-ত্ব বিধানের প্রধান নিয়ম অনুযায়ী ঋ র ষ-এর পরে তৎসম শব্দে মূর্ধন্য 'ণ' ব্যবহৃত হয়।
ক) লুণ্ঠন
খ) দন্ড
গ) কন্টক
ঘ) স্পন্দন
Note : প্রশ্নে সম্ভবত ভিন্নতা ছিল তবে 'স্পন্দন' শব্দটি সংস্কৃত হলেও এখানে 'দ' দন্ত্য বর্ণ তাই দন্ত্য 'ন' হয়েছে। বাকিগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য।
ক) বন্টন
খ) বন্ঠন
গ) বণ্টন
ঘ) বনণ্টন
Note : তৎসম শব্দে ট-বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য 'ণ' বসে তাই 'বণ্টন' বানানটি শুদ্ধ।
ক) ণ-ত্ব বিধান
খ) ষ-ত্ব বিধান
গ) বর্ণবিধান
ঘ) কোনোটিই না
Note : শব্দটি তৎসম এবং এতে ট-বর্গীয় ধ্বনি 'ট' এর আগে যুক্তবর্ণ রয়েছে তাই ণ-ত্ব বিধান অনুসারে এখানে 'ণ' হয়েছে।
ক) ন
খ) ণ
গ) ল
ঘ) প
Note : তৎসম শব্দে ট-বর্গীয় ধ্বনির (ট ঠ ড ঢ) আগে যুক্তবর্ণ হিসেবে সবসময় মূর্ধন্য 'ণ' বসে। যেমন: ঘণ্টা লুণ্ঠন।
ক) মূর্ধ্য
খ) মূর্ধন
গ) মূর্ধ্য
ঘ) মূর্ধন্য
Note : সঠিক বানানটি হলো 'মূর্ধন্য' (ম + ূ + র্ধ + ন + য-ফলা)। এটি ব্যাকরণে জিহ্বার উল্টো পিঠ দিয়ে উচ্চারিত ধ্বনি নির্দেশ করে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন