বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি?
ক) জীবনতরী
খ) পদ্মার দূত
গ) বাংলার দূত
ঘ) বাংলার বাণী
বিস্তারিত ব্যাখ্যা:
স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের নাম 'বাংলার দূত'। এটি ১৯৭২ সালে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হয়।
Related Questions
ক) মুন্সীগঞ্জের গজারিয়ায়
খ) গাজীপুরের কালিয়াকৈরে
গ) সাভারের কোনাবাড়ীতে
ঘ) ময়মনসিংহের ভালুকায়
Note : ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রথম এপিআই (API) বা ঔষধ শিল্প পার্ক স্থাপন করা হয়েছে।
ক) 1902
খ) 1918
গ) 1912
ঘ) 1922
Note : ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিক ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।
ক) জাপান
খ) ভারত
গ) চীন
ঘ) বাংলাদেশ
Note : বিশ্বব্যাপী চা উৎপাদনে চীন প্রথম স্থানে রয়েছে। ভারত দ্বিতীয় এবং কেনিয়া তৃতীয় অবস্থানে থাকে (পরিসংখ্যান পরিবর্তনশীল)।
ক) যমুনা সার কারখানা
খ) ঘোড়াশাল সার কারখানা
গ) ছাতক সার কারখানা
ঘ) ফেঞ্চুগঞ্জ সার কারখানা
Note : জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানাটি (JFCL) উৎপাদন ক্ষমতার দিক থেকে দেশের বৃহত্তম সার কারখানা।
ক) ইউরিয়া
খ) টিএসপি
গ) পটাশ
ঘ) অ্যামোনিয়াম সালফেট
Note : নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করে প্রধানত নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার উৎপাদন করা হয়।
ক) ৬টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১২টি
Note : বেপজা (BEPZA) এর অধীনে বর্তমানে বাংলাদেশে চালু সরকারি ইপিজেড (EPZ) এর সংখ্যা ৮টি। তবে প্রশ্নের অপশন ও পুরনো তথ্যের ভিত্তিতে ৯টি উত্তরটি অনেক সময় দেখা যায় কিন্তু সঠিক তথ্য ৮টি।
জব সলুশন