বাক্যের কোন উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের কোনো অংশের কোনো বক্তব্য ব্যাখ্যা করে বোঝাতে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয় তা হল-
ক) কমা
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) ড্যাশ
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যের কোনো অংশ অসমাপ্ত বা ব্যাখ্যার প্রয়োজনে ড্যাশ চিহ্নের ব্যবহার হয়।
Related Questions
ক) ড্যাশ
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) হাইফেন
Note : যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন বাক্যগুলোর সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়।
ক) কোলন
খ) কমা
গ) সেমিকোলন
ঘ) ড্যাশ
Note : ভাব বা বাক্য অসম্পূর্ণ থাকলে তা নির্দেশ করতে বাক্যের শেষে ড্যাশ চিহ্ন ব্যবহার করা যেতে পারে।
ক) ড্যাশ
খ) হাইফেন
গ) কোলন
ঘ) উদ্ধরণ চিহ্ন
Note : একটি বাক্যের পর অন্য একটি বাক্য বা উদাহরণের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়।
ক) বিস্ময়
খ) দাড়ি
গ) কমা
ঘ) হাইফেন
Note : মনের আবেগ যেমন আনন্দ বেদনা ও বিস্ময় ইত্যাদি প্রকাশে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়।
ক) !
খ) ;
গ) :
ঘ) ?
Note : সাধারণ সম্বোধনে কমা বসে কিন্তু আবেগজড়িত সম্বোধন হলে সেখানে বিস্ময়সূচক চিহ্ন (!) বসে।
ক) ড্যাশ
খ) বিস্ময় চিহ্ন
গ) দাড়ি
ঘ) প্রশ্নবোধক চিহ্ন
Note : কথাটি দ্বারা তীব্র আবেগ বা বিস্ময় প্রকাশ পাচ্ছে তাই এখানে বিস্ময় চিহ্ন বসবে।
জব সলুশন