পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে বসে-
ক) কোলন
খ) সেমিকোলন
গ) হাইফেন
ঘ) ড্যাস
বিস্তারিত ব্যাখ্যা:
একাধিক স্বাধীন বাক্যাংশ বা বাক্যকে এক সঙ্গে যুক্ত করার সময় কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজনে সেমিকোলন বসে।
Related Questions
ক) হাইফেন
খ) সেমিকোলন
গ) ড্যাশ
ঘ) কমা
Note : দুটি বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকলে এবং কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে তাদের মাঝখানে সেমিকোলন বসে।
ক) ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
খ) ১ (এক) বলার দ্বিগুণ সময়
গ) ১ (এক) সেকেন্ড
ঘ) থামার প্রয়োজন নেই
Note : কমা বা পাদচ্ছেদের বিরতিকাল হলো এক উচ্চারণ করতে যতটুকু সময় লাগে।
ক) ১৫ পৌষ সোমবার ১৪১০
খ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল।
গ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল
ঘ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল।
Note : তারিখ ও বারের মাঝে এবং বার ও সালের মাঝে কমা ব্যবহারের নিয়মটি এখানে যথাযথভাবে মানা হয়েছে।
ক) ডিসেম্বর ১৬ ১৯৭১
খ) ঢাকা ২১ ফেব্রুয়ারি ১৯৫২
গ) পয়লা বৈশাখ চৌদ্দশত সাত
ঘ) ২৬ মার্চ ১৯৭১
Note : তারিখ লেখার নিয়মে মাসের নাম ও সালের মাঝখানে কমা বসে তাই এখানে কমা না থাকায় এটি ভুল।
ক) কমা
খ) কোলন
গ) কোলন ড্যাস
ঘ) হাইফেন
Note : প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন শুরু হওয়ার আগে কমা বসাতে হয়।
ক) দাড়ি
খ) কোলন
গ) কমা
ঘ) ড্যাস
Note : ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসাতে হয়।
জব সলুশন