'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ কি?
ক) উপহাস
খ) পরকে আপন করার চেষ্টা
গ) অসময়ে আবির্ভাব
ঘ) অকেজো লোক
বিস্তারিত ব্যাখ্যা:
যার চুল নেই বা ছেঁড়া চুল সে যদি খোঁপা বাঁধার শখ করে তা যেমন হাস্যকর; তেমনি সামর্থ্য না থাকলে বড় ইচ্ছা পোষণ করাকে 'উপহাস' বা বৃথা চেষ্টা অর্থে ব্যবহার করা হয়।
Related Questions
ক) চেপ্টা চিড়ে
খ) নাজেহাল
গ) বিপদগ্রস্ত
ঘ) ব্যর্থ
Note : চাপ দিয়ে চিড়ে যেমন চ্যাপ্টা করা হয়; তেমনি ভিড়ে বা চাপে পড়ে পিষ্ট বা 'নাজেহাল' হওয়াকে চিড়ে চ্যাপ্টা হওয়া বলা হয়।
ক) একচল্লিশ
খ) পঁয়তাল্লিশ
গ) উনপঞ্চাশ
ঘ) চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত
Note : এটি সাধারণত ৪০-৪৯ বছর বয়সসীমা বোঝায়
ক) শ্রমকাতুরে
খ) ক্ষণজীবী লোক
গ) ভারবাহী
ঘ) পুনরাবৃত্তি
Note : যা একবার চিবানো হয়েছে তা আবার চিবানো হলো চর্বিত চর্বণ; অর্থাৎ একই কাজের বা কথার বিরক্তিকর 'পুনরাবৃত্তি'।
ক) পরিত্যাগ করা
খ) নষ্ট করা
গ) নিশ্চিহ্ন করা
ঘ) অদৃশ্য হওয়া
Note : চুলোয় বা আগুনে ফেলে দেওয়া মানে কোনো কিছু বাতিল করা বা গ্রাহ্য না করা; অর্থাৎ 'পরিত্যাগ করা'।
ক) নিষ্ফল পরিশ্রম
খ) সস্তা দাম
গ) পোড়ানো
ঘ) কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি
Note : চিনির বলদ পিঠে চিনি বহন করে কিন্তু তার স্বাদ পায় না; শুধু ভারই বয়। তাই যে পরিশ্রম করে কিন্তু ফল ভোগ করতে পারে না তার কাজকে 'নিষ্ফল পরিশ্রম' বলা হয়।
ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
Note : আকাশে চাঁদ ও তারাদের মেলার মতো প্রিয় বা সুন্দর মানুষদের একত্র হওয়াকে 'প্রিয়জন সমাগম' বা আনন্দের প্রাচুর্য অর্থে চাঁদের হাট বলা হয়।
জব সলুশন