'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-

ক) কঠিন কামড়
খ) অলসতা
গ) সফলতা
ঘ) নাছোড়বান্দা
বিস্তারিত ব্যাখ্যা:
কচ্ছপ একবার কামড়ে ধরলে সহজে ছাড়ে না; তেমনি যে ব্যক্তি কোনো কিছু আদায় না করা পর্যন্ত ছাড়ে না তাকে 'নাছোড়বান্দা' বলা হয়।

Related Questions

ক) কালো টাকা
খ) ধাতব মুদ্রা
গ) নগদ উপার্জন
ঘ) বিত্তের অহংকার
Note : কাঁচা পয়সা বলতে সহজে বা অবৈধভাবে আসা 'নগদ উপার্জন' বা প্রচুর টাকাপয়সাকে বোঝায় যা হাতে হাতে আসে।
ক) অসামান্য
খ) সম্মানী
গ) সামান্য
ঘ) শক্তিশালী
ক) ঘরকুনো
খ) ঝগড়াটে
গ) কৃপণ ব্যক্তি
ঘ) বাকসর্বস্ব
Note : বর্ষাকালে কোলাব্যাঙ যেমন সমানে ডাকতে থাকে কিন্তু কোনো কাজ করে না; তেমনি যে শুধু কথাই বলে কিন্তু কাজে কিছু করে না তাকে 'বাকসর্বস্ব' বা কোলাব্যাঙ বলা হয়।
ক) অনভিজ্ঞ
খ) মকদ্দমাবাজ
গ) হাকিম নির্ভর
ঘ) তোষামোদকারী
Note : যে হাকিম বা বিচারক নিজে সিদ্ধান্ত নিতে পারেন না বা বোকা প্রকৃতির; তাকে 'অনভিজ্ঞ' বা কেবলা হাকিম বলা হয়।
ক) বিপদজনক পরিণতি
খ) সীমাবদ্ধ জ্ঞান
গ) নিরেট মূর্খ
ঘ) নতুন করে আরম্ভ করা
Note : গণ্ডুষ মানে এক গাল জল নিয়ে মুখ ধোয়া; পূজার শুরুতে ভুল হলে যেমন আবার জল নিয়ে শুরু করতে হয় (কেঁচে যাওয়া); তেমনি কোনো কাজ নষ্ট হয়ে গেলে 'নতুন করে আরম্ভ করা'কে কেঁচে গণ্ডুষ বলে।
ক) লোভ দেখানো
খ) প্রলুব্ধ করা
গ) ফাঁকি দেওয়া
ঘ) উদ্ধত করা
Note : কলা বা বৃদ্ধাঙ্গুলি দেখানোর অর্থ হলো কাউকে কোনো কিছু না দিয়ে 'ফাঁকি দেওয়া' বা প্রত্যাখ্যান করা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন