'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক) কঠিন কামড়
খ) অলসতা
গ) সফলতা
ঘ) নাছোড়বান্দা
বিস্তারিত ব্যাখ্যা:
কচ্ছপ একবার কামড়ে ধরলে সহজে ছাড়ে না; তেমনি যে ব্যক্তি কোনো কিছু আদায় না করা পর্যন্ত ছাড়ে না তাকে 'নাছোড়বান্দা' বলা হয়।
Related Questions
ক) কালো টাকা
খ) ধাতব মুদ্রা
গ) নগদ উপার্জন
ঘ) বিত্তের অহংকার
Note : কাঁচা পয়সা বলতে সহজে বা অবৈধভাবে আসা 'নগদ উপার্জন' বা প্রচুর টাকাপয়সাকে বোঝায় যা হাতে হাতে আসে।
ক) ঘরকুনো
খ) ঝগড়াটে
গ) কৃপণ ব্যক্তি
ঘ) বাকসর্বস্ব
Note : বর্ষাকালে কোলাব্যাঙ যেমন সমানে ডাকতে থাকে কিন্তু কোনো কাজ করে না; তেমনি যে শুধু কথাই বলে কিন্তু কাজে কিছু করে না তাকে 'বাকসর্বস্ব' বা কোলাব্যাঙ বলা হয়।
ক) অনভিজ্ঞ
খ) মকদ্দমাবাজ
গ) হাকিম নির্ভর
ঘ) তোষামোদকারী
Note : যে হাকিম বা বিচারক নিজে সিদ্ধান্ত নিতে পারেন না বা বোকা প্রকৃতির; তাকে 'অনভিজ্ঞ' বা কেবলা হাকিম বলা হয়।
ক) বিপদজনক পরিণতি
খ) সীমাবদ্ধ জ্ঞান
গ) নিরেট মূর্খ
ঘ) নতুন করে আরম্ভ করা
Note : গণ্ডুষ মানে এক গাল জল নিয়ে মুখ ধোয়া; পূজার শুরুতে ভুল হলে যেমন আবার জল নিয়ে শুরু করতে হয় (কেঁচে যাওয়া); তেমনি কোনো কাজ নষ্ট হয়ে গেলে 'নতুন করে আরম্ভ করা'কে কেঁচে গণ্ডুষ বলে।
ক) লোভ দেখানো
খ) প্রলুব্ধ করা
গ) ফাঁকি দেওয়া
ঘ) উদ্ধত করা
Note : কলা বা বৃদ্ধাঙ্গুলি দেখানোর অর্থ হলো কাউকে কোনো কিছু না দিয়ে 'ফাঁকি দেওয়া' বা প্রত্যাখ্যান করা।
জব সলুশন