বাংলা বাগধারায় 'কাঁঠালের আমসত্ত্ব'-এর অর্থ কি?
ক) বেমানান সজ্জা
খ) অসম্ভব ব্যাপার
গ) বাজে কাজ
ঘ) নাছোড়বান্দা
বিস্তারিত ব্যাখ্যা:
কাঁঠালের আমসত্ত্ব হয় না কারণ আমসত্ত্ব আম দিয়ে তৈরি; তাই যা বাস্তবে হওয়া অসম্ভব তাকে 'অসম্ভব ব্যাপার' বলা হয়।
Related Questions
ক) প্রভাবিত হওয়া
খ) পাত্তা পাওয়া
গ) প্রাণ ফিরে পাওয়া
ঘ) শাস্তি পাওয়া
Note : এটি একটি আঞ্চলিক বাগধারা যার অর্থ গুরুত্ব বা 'পাত্তা পাওয়া'।
ক) দলপতি
খ) ভণ্ড
গ) অপদার্থ
ঘ) বাহ্যিক সাজ
Note : যার বাবুগিরি শুধু পোশাকেই সীমাবদ্ধ কিন্তু বাস্তবে সামর্থ্য নেই বা অন্তঃসারশূন্য; তাকে 'বাহ্যিক সাজ' সর্বস্ব বা কাপুড়ে বাবু বলা হয়।
ক) দুঃখের সূচনা
খ) দুর্দিন
গ) সন্ধ্যাকুসুম
ঘ) কোনোটিই নয়
Note : কলিযুগের শুরু বা সন্ধ্যা বলতে বোঝায় দুর্যোগ বা কষ্টের দিন শুরু হওয়া; অর্থাৎ 'দুঃখের সূচনা'।
ক) আগেভাগে ঘটনা ঘটানো
খ) অসময়ে কাজে লাগিয়ে দেওয়া
গ) জোর করে কাজের উপযোগী
ঘ) বেধড়ক প্রহার করা
Note : কাঁঠাল কিলিয়ে বা আঘাত করে পাকানো যায় না; তা প্রাকৃতিকভাবেই পাকে। তাই 'জোর করে কাজের উপযোগী' করার ব্যর্থ চেষ্টাকে এই বাগধারা দিয়ে প্রকাশ করা হয়।
ক) অপদার্থ ব্যক্তি
খ) বিশিষ্ট ব্যক্তি
গ) প্রাচীন ব্যক্তি
ঘ) হৃষ্টপুষ্ট ব্যক্তি
Note : কায়েত বা কায়স্থরা সাধারণত কৃষিকাজ বা ঢেঁকিতে ধান ভানার কাজ করত না; তাই তাদের ঘরে ঢেঁকি থাকাটা যেমন অপ্রয়োজনীয়; তেমনি 'অপদার্থ ব্যক্তি' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
ক) কলুদের বলদ
খ) ঘানির বলদ
গ) নিষ্ক্রিয়
ঘ) পরাধীন
Note : কলুর বলদ যেমন সারা জীবন মালিকের নির্দেশে ঘানি টানে কিন্তু নিজের কোনো লাভ হয় না; তেমনি যে ব্যক্তি বিরামহীনভাবে অন্যের জন্য খেটে মরে বা 'পরাধীন' তাকে কলুর বলদ বলা হয়। (অনেক সময় একটানা খাটুনি অর্থেও ব্যবহৃত হয়)।
জব সলুশন