'ওজন বুঝে চলা' বাগধারার অর্থ-

ক) আত্মসম্মান রক্ষা করা
খ) পক্ষপাতদুষ্ট
গ) পৃষ্ঠপোকষককে সমর্থন
ঘ) অন্যের অনুকরণ
বিস্তারিত ব্যাখ্যা:
নিজের অবস্থান বা সামর্থ্য অনুযায়ী সতর্ক হয়ে চলাফেরা করাকে 'ওজন বুঝে চলা' বা আত্মসম্মান রক্ষা করে চলা বলা হয়।

Related Questions

ক) এদিক অথবা ওদিক
খ) এই পারে অথবা ঐ পারে
গ) মীমাংসা
ঘ) এরকম বা ওরকম
Note : কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোকে এসপার ওসপার বলা হয়; যার অর্থ 'মীমাংসা' বা চূড়ান্ত নিষ্পত্তি।
ক) একই গোত্রের
খ) একই গুরুর শিষ্য
গ) একই স্বভাবের
ঘ) কোনোটিই নয়
Note : যাদের স্বভাব বা চরিত্র একই রকম তাদের ক্ষেত্রে 'একই স্বভাবের' বা এক ক্ষুরে মাথা মুড়ানো বাগধারাটি ব্যবহৃত হয়।
ক) এক চক্ষু বিশিষ্ট
খ) পক্ষপাতহীন
গ) পক্ষপাতদুষ্ট
ঘ) এক চোখ কানা যার
Note : যে এক চোখ দিয়ে বা এক তরফাভাবে বিচার করে তাকে একচোখা বলা হয়; যার সঠিক অর্থ 'পক্ষপাতদুষ্ট'।
ক) একরোখা
খ) এক কথার মানুষ
গ) উড়নচণ্ডী
ঘ) কংস মামা
Note : 'এক কথার মানুষ' বলতে বোঝায় যিনি যা বলেন তা করেন অর্থাৎ নিজের কথায় অটল থাকেন। এটি 'দৃঢ় সংকল্প' ভাব প্রকাশ করে।
ক) সৌভাগ্যের বিষয়
খ) আশার কথা
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়
Note : জ্যোতিষশাস্ত্র মতে একাদশ ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান অত্যন্ত শুভ। তাই খুব ভালো সময় বা 'সৌভাগ্যের বিষয়' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
ক) অকাল কুষ্মাণ্ড
খ) গোবর গণেশ
গ) উনপাজুরে
ঘ) কুপমণ্ডুক
Note : উনপাজুরে বাগধারাটির আক্ষরিক অর্থ কম পাজর বিশিষ্ট বা জীর্ণ; যা 'দুর্বল' বা শক্তিহীন অর্থ প্রকাশ করে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন