নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক) অরক্ষণীয়া
খ) মুহতারিমা
গ) সভানেত্রী
ঘ) হিমানী
বিস্তারিত ব্যাখ্যা:
অরক্ষণীয়া বলতে এমন নারীকে বোঝায় যার বিবাহের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না; এটি নিত্য স্ত্রীবাচক।
Related Questions
ক) অন্তঃসত্ত্বা
খ) চৌধুরানী
গ) ননদিনী
ঘ) বঙ্গনারী
Note : অন্তঃসত্ত্বা (গর্ভবতী) কেবল নারীরাই হতে পারেন; তাই এটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ।
ক) গোয়ালিনী
খ) শাঁখচুন্নি
গ) মালিনী
ঘ) কাঙালিনী
Note : শাঁখচুন্নি কেবল কাল্পনিক নারী প্রেতাত্মাকে বোঝায়; এর পুরুষবাচক নেই। গোয়ালিনী-গোয়ালা; মালিনী-মালী লিঙ্গান্তরযোগ্য।
ক) দুলা
খ) ঠাকুরণ
গ) বিবি
ঘ) সধবা
Note : যার স্বামী বর্তমান তাকে সধবা বলে। এটি কেবল নারীদের ক্ষেত্রে প্রযোজ্য তাই নিত্য স্ত্রীবাচক। দুলা বা বিবি-র লিঙ্গান্তর আছে।
ক) বারবনিতা
খ) পুরোহিত
গ) মহীয়সী
ঘ) রাষ্ট্রপতি
Note : বারবনিতা (গণিকা) কেবল নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এটি নিত্য স্ত্রীবাচক। পুরোহিত পুরুষবাচক; মহীয়সী ও রাষ্ট্রপতির পুরুষবাচক বা উভয়লিঙ্গ রূপ আছে।
ক) নাটিকা
খ) অর্ধাঙ্গিনী
গ) বিজয়িনী
ঘ) বেগম
Note : অর্ধাঙ্গিনী শব্দটি নিত্য স্ত্রীবাচক; এর পুরুষবাচক শব্দ নেই। নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ; বিজয়িনী ও বেগম এর পুরুষবাচক যথাক্রমে বিজয়ী ও বাদশা।
ক) সন্তান
খ) সৎমা
গ) ঢাকী
ঘ) ঘোষজা
Note : সৎমা শব্দটি নিত্য স্ত্রীবাচক শব্দ; এর কোনো পুরুষবাচক রূপ নেই। সন্তান উভয়লিঙ্গ; ঢাকী নিত্য পুংলিঙ্গ।
জব সলুশন