বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে-মহিষে কোন ধরনের কর্তা?
ক) প্রযোজ্য
খ) প্রযোজক
গ) ব্যতিহার
ঘ) মুখ্য
বিস্তারিত ব্যাখ্যা:
দুজন কর্তা যখন একত্রে একই জাতীয় কাজ সম্পাদন করে তখন তাদের ব্যতিহার কর্তা বলে। বাঘ ও মহিষ একই কাজ করছে তাই এটি ব্যতিহার কর্তা।
Related Questions
ক) মুখ্যকর্তা
খ) প্রযোজক কর্তা
গ) কর্মভাবের কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
Note : যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে। এখানে শিক্ষক ছাত্রদের দিয়ে পড়াচ্ছেন তাই শিক্ষক প্রযোজক কর্তা।
ক) অন্ধজনে বন্ধ ঘরে দিবা-রাত্রি কষ্ট করে
খ) হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
গ) অন্ধজনে দেহ আলো
ঘ) শিক্ষক ছাত্রগণকে ব্যাকরণ পড়াচ্ছেন
Note : ‘অন্ধজনে বন্ধ ঘরে’ বাক্যে ‘অন্ধজনে’ শব্দটি কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এতে ‘এ’ বিভক্তি যুক্ত আছে।
ক) লোভে পাপ পাপে মৃত্যু
খ) লোকে বলে মানুষের চোখে সৃষ্টি হলে দেশের কল্যাণ হয়
গ) রোগে কাপড় শুকায়
ঘ) শীত এলে বসন্ত কি দূরে থাকে
Note : ‘লোকে বলে’ বাক্যে ‘লোকে’ হলো কর্তা এবং এর সাথে ‘এ’ বিভক্তি বা সপ্তমী বিভক্তি যুক্ত আছে।
ক) কোদালে মাটি কাটব
খ) জাহাজ চট্টগ্রাম ছাড়ল
গ) সাপের হাসি বেদেয় চেনে
ঘ) আমারে তুমি রক্ষা করো
Note : ‘সাপের হাসি বেদেয় চেনে’ বাক্যে ‘বেদেয়’ শব্দটি কর্তা এবং এর সাথে ‘য়’ বা সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে।
ক) বিদ্যালয় এখন শিক্ষক (নালিশম): ১২
খ) টাকায় টাকা আনে
গ) আরেফ বই পড়ে
ঘ) বুলবুলিতে ধান খেয়েছে
Note : ‘আরেফ বই পড়ে’ বাক্যে ‘আরেফ’ হলো কর্তা এবং এর সাথে কোনো বিভক্তি চিহ্ন নেই তাই এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি।
ক) 3
খ) 4
গ) 2
ঘ) 5
Note : বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা চার প্রকার। এগুলো হলো মুখ্য কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা।
জব সলুশন