‘পড়া শেষে খেলতে যাবো’ এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?
ক) স্পৃহা
খ) আসক্তি
গ) অভ্যাস
ঘ) অভিপ্রায়
বিস্তারিত ব্যাখ্যা:
খেলতে যাবো এর মাধ্যমে বক্তার মনের ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ পেয়েছে।
Related Questions
ক) উপকার
খ) প্রার্থনা
গ) বিধান
ঘ) কোনোটিই নয়
Note : এখানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে তাই এটি প্রার্থনা অর্থে ব্যবহৃত ইচ্ছাসূচক বাক্য।
ক) কাজ কর
খ) ভাল থাকিস
গ) যাবি কিনা বল?
ঘ) প্রাণের বন্ধু
Note : ভাল থাকিস দ্বারা আশীর্বাদ বা শুভ ইচ্ছা প্রকাশ করা হয়েছে তাই এটি ইচ্ছামূলক বাক্য।
ক) ইচ্ছাসূচক
খ) আদেশসূচক
গ) বিবৃতিমূলক
ঘ) বিস্ময়সূচক
Note : এখানে বক্তা অন্যের শুভ কামনা বা ইচ্ছা প্রকাশ করেছেন তাই এটি ইচ্ছাসূচক বাক্য (Optative Sentence)।
ক) কার্যকারণবাচক
খ) আবেগবাচক
গ) সংশয়বাচক
ঘ) অনুজ্ঞাবাচক
Note : এখানে একটি কাজের (ভর্তি হওয়া) কারণ বা শর্ত হিসেবে অন্যটি (সফল হওয়া) উল্লেখ করা হয়েছে তাই এটি কার্যকারণবাচক।
ক) তাজ্জব ব্যাপার!
খ) ঈশ্বর তোমার মঙ্গলে রাখুন।
গ) কাজটি করে দাও না ভাই
ঘ) যাবি কি না বল?
Note : তাজ্জব ব্যাপার! কথাটি দিয়ে অবাক হওয়া বোঝায় তাই এটি বিস্ময়সূচক।
ক) কি করবে?
খ) সকলের মঙ্গল হোক।
গ) কি সুন্দর ফুল!
ঘ) সব কাজ সহজ নয়।
Note : কি সুন্দর ফুল! দ্বারা ফুলের সৌন্দর্য দেখে মনের বিস্ময় প্রকাশ করা হয়েছে।
জব সলুশন