‘তার ধন আছে কিন্তু বিদ্যা নাই’ - গঠন অনুযায়ী বাক্যটি কোন শ্রেণির?
ক) সরল
খ) যৌগিক
গ) মিশ্র
ঘ) জটিল
বিস্তারিত ব্যাখ্যা:
ধন আছে এবং বিদ্যা নাই - এই দুটি বাক্য কিন্তু দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করেছে।
Related Questions
ক) যৌগিক বাক্য
খ) সাধারণ বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) সরল বাক্য
Note : দুটি স্বাধীন বাক্যকে কিন্তু যোজক দিয়ে যুক্ত করা হয়েছে যা যৌগিক বাক্যের প্রধান লক্ষণ।
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note : দুটি নিরপেক্ষ বাক্য কিন্তু অব্যয় দ্বারা যুক্ত হয়েছে তাই এটি যৌগিক বাক্য।
ক) গুণী লোকরাই তো বিনয়ী হয়
খ) গুণ আছে বলেই বিনয়ী
গ) বিনয়ী হলেই গুণ অর্জন করা যায়
ঘ) যার গুণ আছে সে বিনয়ী হয়
Note : সরল বাক্যটিকে জটিল করতে হলে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে। এখানে যার-সে ব্যবহার করে সঠিক রূপান্তর করা হয়েছে।
ক) একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ) একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
গ) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ঘ) দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
Note : যৌগিক বাক্যে সাধারণত দুটি বা তার বেশি সরল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় (এবং ও কিন্তু) দ্বারা যুক্ত থাকে।
ক) সংযুক্ত বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note : যদি-তাহলে শর্তবাচক শব্দ থাকায় এটি মিশ্র বা জটিল বাক্য।
ক) নির্দেশক বাক্য
খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) জটিল বাক্য
Note : যতই-ততই সাপেক্ষ যোজক বা শব্দ ব্যবহার করে কার্যকারণ সম্পর্ক স্থাপন করায় এটি জটিল বাক্য।
জব সলুশন