ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
ক) বিভক্তি
খ) কারক
গ) ধাতু
ঘ) প্রত্যয়
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণ অনুসারে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে 'ধাতু' বলা হয়। যেমন 'করা' ক্রিয়ার মূল হলো 'কর্'। অন্যদিকে বিভক্তি ও প্রত্যয় ধাতুর সাথে যুক্ত হয়ে শব্দ গঠন করে।
Related Questions
ক) লোহা
খ) নিকেল
গ) পারদ
ঘ) প্লাটিনাম
Note : প্রদত্ত অপশনগুলোর মধ্যে প্লাটিনামের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই এটি সবচেয়ে ভারী।
ক) এসিটিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) ফরমিক এসিড
ঘ) বেনজয়িক এসিড
Note : লেবু ও অন্যান্য টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে সাইট্রিক এসিড থাকে।
ক) প্রবাল
খ) স্বর্ণ
গ) হীরাক
ঘ) মুক্তা
Note : ঝিনুকের ভেতর বাইরে থেকে কোনো বালুকণা বা পরজীবী প্রবেশ করলে ঝিনুক নিজেকে রক্ষা করতে এক ধরনের রস নিঃসরণ করে যা জমে মুক্তায় পরিণত হয়। একে প্রদাহের ফল বলা হয়।
ক) প্যানক্রিয়াস
খ) লিভার
গ) কিডনি
ঘ) হার্ট
Note : প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স-এর বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়।
ক) কলেরা
খ) ডায়াবেটিস
গ) টাইফয়েড
ঘ) আমাশয়
Note : কলেরা টাইফয়েড ও আমাশয় জীবাুবাহিত সংক্রামক রোগ। কিন্তু ডায়াবেটিস একটি বিপাকীয় বা জীনগত রোগ যা ছোঁয়াচে নয়।
ক) A
খ) B+
গ) O
ঘ) AB+
Note : AB+ রক্তের গ্রুপে A ও B উভয় অ্যান্টিজেন থাকে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না; তাই এরা সবার রক্ত গ্রহণ করতে পারে।
জব সলুশন