উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে?

ক) মূল
খ) কান্ড
গ) পাতা
ঘ) ফুল
বিস্তারিত ব্যাখ্যা:
উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকে যা সূর্যালোকের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

Related Questions

ক) ২০.৭১%
খ) ৭৮.০২%
গ) ২৯.১%
ঘ) ৭৮.০৫%
Note :

বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৭৮.০২%।

ক) বুলেট
খ) বিমান
গ) শব্দ
ঘ) আলো
Note : আলোর গতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার (৩×১০^৮ মি/সে) যা শব্দ বা অন্য যেকোনো বস্তুর গতির চেয়ে অনেক বেশি।
ক) ২০°৩৪' - ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' - ৯২°৪১' পূর্ব দ্রাঘিমা রেখা
খ) ২০° ৩৮' - ২৬° ৩৪' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' - ১২°৪১' পূর্ব দ্রাঘিমা রেখা
গ) ২০° ৩৪' - ২৮°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' - ৯১°৪১' পূর্ব দ্রাঘিমা রেখা
ঘ) ২০°০৪' - ২৬°৩৮' পূঃ অক্ষাংশ এবং ৮৮°০১' - ৯২°৪১' পূঃ দ্রাঘিমা রেখা
Note : ভৌগোলিকভাবে বাংলাদেশ ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
ক) 1972
খ) 1973
গ) 1974
ঘ) 1976
Note : বাংলাদেশ ১৯৭৪ সালে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে।
ক) আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা
খ) জলবায়ু বিষয়ক সমাধান
গ) বিশ্ববাণিজ্য সহায়তাকরণ
ঘ) মানবাধিকার পর্যবেক্ষণ
Note : World Trade Organization (WTO) বিশ্বের দেশগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত নিয়মকানুন ও বাণিজ্যের প্রসার নিয়ে কাজ করে।
ক) 75
খ) 68
গ) 65
ঘ) 67
Note : স্বাধীনতার পর ৬৮ জনকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনির খেতাব বাতিলের পর সংখ্যাটি ৬৭-তে দাঁড়িয়েছে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন