স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কয়টি?
ক) 19
খ) 21
গ) 32
ঘ) 64
বিস্তারিত ব্যাখ্যা:
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের সময় বাংলাদেশে মোট জেলার সংখ্যা ছিল ১৯টি। পরবর্তীতে এরশাদ সরকারের আমলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে মহকুমাগুলোকে জেলায় উন্নীত করে মোট ৬৪টি জেলা গঠন করা হয়।
Related Questions
ক) নবান্ন
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
গ) ইবলিশ
ঘ) কীত্তনখোলা
Note : 'পায়ের আওয়াজ পাওয়া যায়' প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা একটি বিখ্যাত কাব্যনাট্য। অন্যদিকে 'নবান্ন' নাটকটি ১৯৪৩ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত এবং বাকি অপশনগুলো ভিন্ন প্রেক্ষাপটের নাটক।
ক) ইউ কে চিং
খ) মায়েম চ্যাং
গ) লুইপা
ঘ) উয়েন মারমা
Note : মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য উপজাতীয়দের মধ্যে একমাত্র ইউ কে চিং মারমা 'বীর বিক্রম' খেতাবে ভূষিত হন। তিনি ৬ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
ক) ১০ নং
খ) ৯ নং
গ) ৪ নং
ঘ) ৭ নং
Note : মুক্তিযুদ্ধের ১০ নং সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী কারণ এই সেক্টরের অধীনে কোনো নির্দিষ্ট আঞ্চলিক সীমানা ছিল না এবং এর কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। নৌ-কমান্ডো ও অভ্যন্তরীণ নৌ-পথ নিয়ে গঠিত এই সেক্টরের যোদ্ধারা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেক্টরে গিয়ে অপারেশন পরিচালনা করতেন।
ক) Deference
খ) Besmirah
গ) Honorary
ঘ) Benevolence
Note : দয়ালু বা দাতব্য কাজ করার প্রবণতাকে 'Benevolence' বা পরোপকার বলা হয়। Option D 'Benevolence' সঠিক উত্তর।
ক) Heuristic
খ) Nostalgia
গ) Outdated
ঘ) Radical
Note : অতীতের কোনো কিছুর জন্য গভীর আকাঙ্ক্ষা বা স্মৃতিচারণকে 'Nostalgia' বলা হয়। Option B 'Nostalgia' সঠিক উত্তর।
ক) Balm (বাম)
খ) Panacea
গ) Anodyne
ঘ) Antibiotic
Note : যে ঔষধ ব্যথা কমায় তাকে 'Anodyne' বা বেদনা উপশমকারী ঔষধ বলা হয়। Option C 'Anodyne' সঠিক উত্তর।
জব সলুশন