Antonym of the word 'tabloid' is -
ক) little magazine
খ) paperback
গ) paparazzi
ঘ) broadsheet
বিস্তারিত ব্যাখ্যা:
Tabloid মানে অনেক ছবি ও ছোট রিপোর্ট সম্বলিত ছোট আকারের পত্রিকা। এর বিপরীত শব্দ broadsheet মানে বড় আকারের পত্রিকা। Little magazine ছোট আকারের ম্যাগাজিন। Paperback মানে মলাটযুক্ত বই। Paparazzi মানে আলোকচিত্রী।
Related Questions
ক) Confusion
খ) Profusion
গ) Fusion
ঘ) Diffusion
Note : Clarity মানে স্পষ্টতা বা পরিষ্কার ভাব। এর বিপরীত শব্দ confusion মানে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি। Profusion মানে অতিপ্রাচুর্য। Fusion মানে সংমিশ্রণ। Diffusion মানে ব্যাপন।
ক) Artificial
খ) Superficial
গ) Genuine
ঘ) Imaginary
Note : Fictitious মানে বাস্তব নয় বা কল্পিত। এর বিপরীত শব্দ genuine মানে প্রকৃত বা খাঁটি। Artificial মানে কৃত্রিম। Superficial মানে ভাসাভাসা। Imaginary মানে কাল্পনিক।
ক) dismantle
খ) destroy
গ) incapacity
ঘ) deform
Note : Create মানে সৃষ্টি করা। এর বিপরীত শব্দ destroy মানে ধ্বংস করা। Dismantle মানে অংশ বিচ্ছিন্ন করা। Deform মানে বিকৃত করা। Incapacity মানে অক্ষমতা।
ক) clean
খ) damage
গ) negate
ঘ) support
Note : Ratify মানে অনুমোদন করা বা অনুসমর্থন করা। এর বিপরীত শব্দ negate মানে রদ বা বাতিল করা। Clean মানে পরিষ্কার করা। Damage মানে ক্ষতিগ্রস্ত করা। Support মানে সমর্থন করা।
ক) empathy
খ) feeling
গ) hate
ঘ) apathy
Note : Sympathy মানে সহানুভূতি। এর বিপরীত শব্দ apathy মানে উদাসীনতা বা অনীহা। Empathy মানে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা। Hate মানে ঘৃণা। Feeling মানে অনুভূতি।
ক) Authentic
খ) Democratic
গ) Bureaucratic
ঘ) Despotic (ডিস্পাটিক)
Note : Autocratic মানে স্বৈরতান্ত্রিক। এর বিপরীত শব্দ democratic মানে গণতান্ত্রিক। Authentic মানে খাঁটি। Bureaucratic মানে আমলাতান্ত্রিক। Despotic মানে স্বৈরতান্ত্রিক যা সমার্থক।
জব সলুশন